"৩ মাসের বিদ্যুৎ বিল মওকুফ করেছে সরকার: বিদ্যুৎ সচিব" শিরোনামে একটি খবর সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। মূলত একটি অনলাইন পোর্টাল এনটিএনবিডি ডটনেট থেকে খবরটি ছড়ানো হয়েছে। ফেসবুকে আরটিনিউজ২৪ নামক একটি পেজ থেকে তা হাজারের উপরে শেয়ার হয়েছে।
খবরটি আর্কাইভ করা আছে এখানে।
গত ৫ জুলাই খবরটি প্রথম আপলোড করা হলেও গত কয়েকদিন পর্যন্ত এটি ফেসবুকে অনেকে শেয়ার করেছেন।
উক্ত খবরটির শিরোনামে বিদ্যুৎ সচিবের বরাত দিয়ে "৩ মাসের বিদ্যুৎ বিল মওকুফ" করার কথা থাকলেও খবরের ভিতরে এ সংক্রান্ত কোন তথ্যই পাওয়া যায়নি। খবরটি মূলত মার্চ, এপ্রিল ও মে মাসে দেশের বিভিন্ন জায়গায় অস্বাভাবিক বিদ্যুত বিল আসা নিয়ে। এতে বলা হয়েছে অস্বাভাবিকভাবে আসা অতিরিক্ত বিদ্যুত বিল গ্রাহকদের দিতে হবে না এবং ভুতুড়ে বিল আসার সাথে সংশ্লিষ্ট কিছু কর্মচারীর শাস্তির সুপারিশের খবর রয়েছে।