ফেসবুকে বিভিন্ন ছবি ও ভিডিওতে দাবি করা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO) প্রধান করোনায় আক্রান্ত হয়েছেন। দেখুন এমন কিছু ফেসবুক পোস্ট এখানে, এখানে এবং এখানে।
Sangbadtv নামক একটি পেইজ থেকে গত ২ নভেম্বর একটি ভিডিও পোস্ট করা হয়। যার ক্যাপশন ছিল,
"উৎসবের মরসুমে বাজি বিক্রি নিষিদ্ধ রাজস্থানে * করোনায় আক্রান্ত হু প্রধান"।
দেখুন স্ক্রিনশট--
উক্ত ভিডিওটির ১ মিনিট ৪৬ সেকেন্ডে দাবি করা হয়,
"করোনা ভাইরাসের থাবা এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাতেও। আক্রান্ত হয়েছেন 'হু'(WHO) প্রধান টেডরস আধানম ঘেব্রেইয়েসুস"।
তাছাড়া খবরটি তিনি টুইট করে জানিয়েছেন বলেও দাবি করা হয় ভিডিওটিতে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম ঘেব্রেইয়েসুস এর করোনায় আক্রান্ত হওয়ার খবরটি সত্য নয়। টেডরসের যে টুইটার হ্যাণ্ডেলটির কথা উক্ত ভিডিওতে বলা হয়েছে তা মূলত ২ নভেম্বর নিজের টুইটারে পোস্ট করেন তিনি।
I have been identified as a contact of someone who has tested positive for #COVID19. I am well and without symptoms but will self-quarantine over the coming days, in line with @WHO protocols, and work from home.
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) November 1, 2020
উক্ত পোস্টটির বাংলা অনুবাদ অনেকটা এরকম যে,
"করোনা পজিটিভ এমন একজনের সংস্পর্শে ছিলাম বলে চিহ্নিত হয়েছি। আমি সুস্থ্য আছি এবং কোনো লক্ষণ না থাকলেও আমি সেলফ-কোয়ারেন্টাইনে চলে যাব আগামি কিছুদিনের জন্যে। সংস্থাটির প্রটোকল মেনেই আমি বাসায় বসে কাজ করব।"
ফলে উক্ত টুইটার হ্যাণ্ডেলের কোথাও তিনি দাবি করেন নি, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সাধারণত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিরা করোনায় আক্রান্ত না হলেও আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে সিডিসিসহ একাধিক স্বাস্থ্য সংস্থা। উক্ত আইসোলেশনে থাকাকালে করোনার কোনো লক্ষণ দৃশ্যমান হচ্ছে কীনা সে ব্যাপারেও নজর রাখার পরামর্শ দেয় তারা। অর্থাৎ কেউ আইসোলেশনে থাকলেই তাকে করোনায় আক্রান্ত বলে দাবি করা যায়না।
এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন টেকনিকাল অফিসারও সংস্থাটির প্রধানের করোনায় আক্রান্ত হওয়ার দাবিকে নাকচ করে দিয়েছেন।
তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি ভুয়া।