HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ওবায়দুল কাদেরের মৃত্যুর ভুয়া খবর সামাজিক মাধ্যমে

বুম বাংলাদেশ দেখেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্যুর সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন।

By - Md Abdullah Khan | 29 Jan 2023 10:54 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মৃত্যু খবর দেয়া হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২৪ জানুয়ারি 'Nusrat Jahan Sumi Comilla' নামের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, "ওবায়দুল কাদের নিজ বাড়িতে মাথা ঘুরে পড়ে গেছেন ডাক্তার মৃত্যু ঘোষণা করলেন Obaidul Quader ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

টেলিভিশন সংবাদের আদলে তৈরি ভিডিওটির আবহে বলতে শোনা যায়, "বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। সেদিনই ঢাকা নিয়ে আসা হয় তাকে। ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ-তে। অবশেষে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।" ভিডিওটিতে জানানো হয় বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মৃত্যুর খবরটি ভিত্তিহীন।

কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, মৃত্যুর ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ওবায়দুল কাদেরের নিজ বক্তব্যই খুঁজে পাওয়া যায়। অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম বিডিনিউজে গত ২২ জানুয়ারি "নিজের মৃত্যুর ‘খবর’ শুনেছেন ওবায়দুল কাদের" শিরোনামে প্রকাশিত খবর লেখা হয়েছে, "সোশাল মিডিয়ায় নিজের মৃত্যুর গুজব শোনার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি এসব বিষয়কে পাত্তা দিতে চাইছেন না। অপপ্রচারকারীরা মৃত্যুর মত বিষয়কে নিয়েও গুজব ছড়াচ্ছে উল্লেখ করে হাসতে হাসতে তিনি বলেন, “মৃত্যু সংবাদ নিয়েও যে…বসুরহাটে কলেজ ময়দানে জানাজাও হয়েছে, আমি শুনলাম। জানাজা হয়েছে, তারপরে আমার গ্রামের বাড়িতে কবর দিছে। “শোনেন এসব প্রশ্ন করে লাভ নাই। এসব বিষয়গুলা খুবই নোংরামি। এই নোংরা রাজনীতি যারা করে…কুকুরের কাজ ককুর করেছে, কামড় দিয়েছে পায়; তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়?"


একই বিষয়ে যমুনা টেলিভিশনের প্রতিবেদনটি দেখুন--

Full View

এছাড়াও সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেররের অসুস্থতার কোনো খবরও সংবাদমাধ্যমে প্রকাশিত হতে দেখা যায়নি।

অর্থাৎ তাঁর মৃত্যুর সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন।

Tags:

Related Stories