সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে দাবি করা হচ্ছে, বলিউড অভিনেতা টাইগার শ্রফ মারা গেছেন। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৬ মে "কিং খান সাগর" নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও ফুটেজ শেয়ার লেখা হয়েছে, "রোড এক্সিডেন্টে মারা গেলেন বলিউড সুপাষ্টার টাইগার শ্রফ"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওর ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। অভিনেতা টাইগার শ্রফ সামাজিক মাধ্যমে সরব আছেন, নিয়মিত আপডেট দিচ্ছেন। তার রোড এক্সিডেন্টে নিহত হবার কোনো সংবাদও ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হতে দেখা যায়নি।
কি-ওয়ার্ড ধরে একাধিকবার সার্চ করার পরও, ভারতীয় বা দেশীয় কোনো সংবাদমাধ্যমে অভিনেতা টাইগার শ্রফের মৃত্যুর কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
বরং সার্চ করে এই অভিনেতার টুইটার একাউন্টে আগামী বছরের ঈদে মুক্তি পেতে যাওয়া ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ সিনেমার সিকুয়েলের একটি দৃশ্য শেয়ার করতে দেখা যায়। গত ৫ মে টাইগার শ্রফ ও অক্ষয় কুমার অভিনীত এই ছবির প্রমোশনাল পোস্টটি করা হয়েছে টাইগারের টুইটারে। খবরটি একাধিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
সর্বশেষ, টাইগার শ্রফের ভেরিফাইড ইন্সটাগ্রাম একাউন্টে গত ৭ মে তার নিজের ছবিও পোস্ট করা হয়েছে।
অর্থাৎ টাইগার শ্রফের মৃত্যুর সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। তবে আলোচ্য ভিডিওটির উৎস সম্পর্কে বুম বাংলাদেশ স্বতন্ত্রভাবে যাচাই করেনি।
সুতরাং বলিউড অভিনেতা টাইগার শ্রফের মৃত্যুর ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।