HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বাবর আজমকে নিয়ে শোয়েব মালিকের নামে বানোয়াট মন্তব্য গণমাধ্যমে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, শোয়েব মালিক 'বাবর আজম নেপাল দলেও জায়গা পাবেনা' এমন মন্তব্য করেননি।

By - Tausif Akbar | 30 Sept 2024 2:39 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সাধারণ পেজ এর পাশাপাশি বেশকিছু গণমাধ্যমের পেজে পোস্ট করে বলা হয়েছে, পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক বলেছেন- নেপাল দলেও জায়গা হবে না বাবর আজমের। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে যমুনা টেলিভিশন (এখানে, এখানে, এখানে), সময় টেলিভিশনবাংলাদেশ প্রতিদিনজাগোনিউজ ২৪, বিডিক্রিকটাইম (এখানে, এখানে), ডেইলি ক্রিকেট। 

গত ৩ জুলাই 'Jamuna Television' এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি খবরের ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডে উল্লেখ করা হয়, "নেপাল দলেও বাবর আজমের জায়গা হবে না: শোয়েব মালিক"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



আর্কাইভ দেখুন- যমুনা টেলিভিশন, সময় টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিন, জাগোনিউজ ২৪, বিডিক্রিকটাইম। ডেইলি ক্রিকেট এর প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য তথ্য বা সংবাদটি সঠিক নয়। শোয়েব মালিক 'বাবর আজম নেপাল দলেও জায়গা পাবেনা' এমন মন্তব্য করেননি। শোয়েব মালিক বলেছেন, 'আমাদের সেরা খেলোয়াড় বাবর আজম। আমি চার-পাঁচটা দলের কথা বলছি। এই দলগুলোর হয়ে খেলার ফিটনেস কি বাবরের আছে? অস্ট্রেলিয়া, ভারত কিংবা ইংল্যান্ডের হয়ে সে খেলার সুযোগ পাবে? বিশেষ করে টি-টোয়েন্টির দলে। আমার উত্তর- না।'

বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় এগুলোতে বলা হচ্ছে শোয়েব মালিক একটি টক-শো'তে এমন মন্তব্য করেছেন। তবে কোন টেলিভিশনের কোন তারিখের টক-শো'তে তিনি এমনটা বলেছেন তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে বিষয়টি নিয়ে ইংরেজি কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ভারতীয় সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-তে গত ২ জুলাই "Even Nepal won't pick Babar Azam in their team: Shoaib Malik slams Pakistan team" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে সূত্র হিসেবে সেই টক-শো এর একটি ক্লিপ (এক্স পোস্ট) উল্লেখ করা হয়। তবে ক্লিপটিতে বাবর আজম নেপাল দলেও জায়গা পাবেননা এমন মন্তব্য পাওয়া যায়নি।

ক্লিপটিতে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বলতে দেখা যায়,'আমাদের সেরা খেলোয়াড় কে? আমাদের সেরা খেলোয়াড় বাবর আজম। আমি চার-পাঁচটা দলের কথা বলছি। এই দলগুলোর হয়ে খেলার ফিটনেস কি বাবরের আছে? অস্ট্রেলিয়া, ভারত কিংবা ইংল্যান্ডের হয়ে সে খেলার সুযোগ পাবে? বিশেষ করে টি-টোয়েন্টির দলে। আমার উত্তর- না।' (অনূদিত ও সংক্ষেপিত)। ভিডিও ক্লিপটির প্রিভিউ দেখুন--


এই এক্স (সাবেক টুইটার) পোস্টটিতে নেপাল সম্পর্কিত মন্তব্যটি জুড়ে দেওয়া হয়েছে। এতে প্রতীয়মান হয় গণমাধ্যমটি এই এক্স পোস্টের বরাতে ভিডিওটি পূর্ণ না দেখে বা যাচাই না করে প্রতিবেদন প্রকাশ করেছে। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



প্রাপ্ত ভিডিও ক্লিপটিতে প্রদর্শিত তথ্য অনুযায়ী সার্চ করে ইউটিউবে 'টেন স্পোর্টস' পাকিস্তান চ্যানেলে অনুষ্ঠিত টক শো এর পূর্ণাঙ্গ ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটির ২৭:০৭ মিনিটে আলোচ্য ক্লিপটি পাওয়া যায়। ভিডিওটির প্রিভিউ দেখুন--


Full View


পূর্ণাঙ্গ ভিডিটি পর্যবেক্ষণ করে, এর কোথাও শোয়েব মালিককে 'বাবর আজম নেপাল দলেও জায়গা পাবেনা' এমন মন্তব্য করতে দেখা যায়নি।

অর্থাৎ শোয়েব মালিক 'বাবর আজম নেপাল দলেও জায়গা পাবেনা' এমন মন্তব্য করেননি।

সুতরাং সামাজিক মাধ্যমে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের নামে বাবর আজমকে নিয়ে বানোয়াট মন্তব্য প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories