HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শাকিব খানের গ্রেফতার হওয়ার দাবিটি সঠিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, শাকিব খান সম্প্রতি গ্রেফতার হওয়ার দাবিটি ভিত্তিহীন রবং মুক্ত অবস্থায় তিনি গণমাধ্যমের শিরোনাম হয়েছেন।

By - Ummay Ammara Eva | 29 March 2023 7:54 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, শাকিব খান গ্রেফতার হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানেএখানে, এখানে ও এখানে

গত ১৬ মার্চ 'মিডিয়ার হাড়ির খবর' নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "এইমাত্র পাওয়া খবর অস্ট্রেলিয়ায় ধর্ষণ মামলায় গ্রেফতার শাকিব খান"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি মিথ্যা। চিত্রনায়ক শাকিব খানকে গ্রেফতারের কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। বরং তাঁর গ্রেফতারের দাবি প্রচারের পর বিভিন্ন বিষয়ে শাকিব খান মুক্ত অবস্থায় গণমাধ্যমে খবর হতে দেখা গেছে।

কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা কালের কণ্ঠের অনলাইন ভার্সনে গত ২৭ মার্চ "মামলা করতে সাইবার আদালতে শাকিব খান" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। স্ক্রিনশট দেখুন-- 


এছাড়া, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেও একই বিষয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে প্রমাণিত হয়, শাকিব খান গ্রেফতার হননি। বরং তিনি আদালতে মামলা করতে গিয়েছেন।

এদিকে, শাকিব খানের পরিচালিত ভেরিফায়েড ফেসবুক পেজে গিয়ে আজ (২৯ মার্চ) তার শেষ ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টে শাকিব খান তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় তার ভক্ত ও সমর্থকদেরকে ধন্যবাদ জানিয়েছেন। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

এছাড়াও, আলোচ্য পোস্টটি পোস্ট করার তারিখেও শাকিব খানকে নিয়ে গণমাধ্যমের করা প্রতিবেদন থেকে শাকিবের গ্রেফতার না হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। ১৬ মার্চ দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে 'সেই প্রযোজকের সঙ্গে মীমাংসার টেবিলে শাকিব খান, কী মীমাংসা হলো?' শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "গতকাল শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ করেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ। ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়কের বিরুদ্ধে এমন অভিযোগের ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘটনায় অবশেষে মীমাংসার পথ খুঁজতে একটেবিলে বসলেন শাকিব ও প্রযোজক। এক ঘণ্টা ধরে চলে এই আলোচনা।" স্ক্রিনশট দেখুন--


বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করেও এখন পর্যন্ত চিত্রনায়ক শাকিব খানের গ্রেফতারের কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। 

এদিকে, ফেসবুকে শাকিব খানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এব্যাপারে জানতে তাঁর সাথে যোগাযোগ করেছে বুম বাংলাদেশ। জবাব পেলে প্রতিবেদনটি আপডেট করে দেওয়া হবে।

সুতরাং শাকিব খানকে গ্রেফতারের চটকদার শিরোনাম ও ক্যাপশন দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Tags:

Related Stories