সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে দাবি করা হচ্ছে, মা দিবস উপলক্ষে ত্রিশ হাজার টাকা পুরস্কার দিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ। পোস্টগুলোতে একটি লিংকও যুক্ত করা হয়েছে যেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়। দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১ মে 'Sakib Khan' নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়েছে, "আজ ফেসবুকে ঢুকতেই এক আপু মেসেজ দিয়ে বললো, মা দিবস উপলক্ষে PRAN-RFL কোম্পানী দিচ্ছে ৩০০০০ টাকা পুরস্কার। প্রথমে বিশ্বাস করিনি। পরে যখন নিজের বিকাশে ৩০০০০ টাকা পেলাম তখন বিশ্বাস হলো।[...]"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্টচেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, প্রাণ-আরএফএল কর্তৃক পুরস্কার দেয়ার দাবিটি ভিত্তিহীন এবং প্রতারণাপূর্ণ।
সত্যতা যাচাই করতে গিয়ে নির্দিষ্ট লিংকে (http://185.111.188.12/) একাধিক চেষ্টা করেও প্রবেশ করা যায়নি। বরং লিংকে প্রবেশ করার সময়েই ওয়েবসাইটটির ইউআরএল ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে এলার্ট দেয় গুগল। স্ক্রিনশট দেখুন--
আবার, প্রাণ এবং আরএফএলের ওয়েবসাইট অনুসন্ধান করা হলে সেখানেও ত্রিশ হাজার টাকার পুরস্কারের এরকম কোনো ঘোষণা পাওয়া যায়নি। সাধারণত কোনো দাতব্য, ক্যাম্পেইন বা পুরস্কার সংক্রান্ত যেকোনো বিষয় প্রাণ আরএফএল গ্রুপের ফেসবুক পেজে প্রকাশ করা হয়ে থাকে। সেখানেও আলোচ্য পোস্টে দাবিকৃত কোনো পুরস্কারের হদিস পাওয়া যায়নি।
আরও নিশ্চিত হতে বুম বাংলাদেশের পক্ষ থেকে প্রাণ-আরএফএল গ্রুপের হটলাইনে যোগাযোগ করা হলে তাদের প্রতিনিধি, কোম্পানির তরফ থেকে এমন কোনো পুরস্কার ঘোষণার কথা নাকচ করে দেন।
অর্থাৎ প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে মা দিবস উপলক্ষে ত্রিশ হাজার টাকা পুরস্কার দেয়া হচ্ছে মর্মে করা দাবিটি ভুয়া ও প্রতারণাপূর্ণ।
সুতরাং প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে মা দিবস উপলক্ষে অর্থ পুরস্কার দিচ্ছে মর্মে প্রতারণাপূর্ণ দাবি প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।