খবরটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় যে, শিরোনামে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর থাকলেও মূল খবরে এর কোন উল্লেখই নেই। সেখানে লেখা আছে-
'কাল সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৯২ বছর বয়সী বেগম ফজিলাতুন্নেসা। তিনি চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এসব তথ্য জানিয়েছে।
বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় বলেন, বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোকাহত। শেখ হাসিনা বলেন, 'তিনি ছিলেন রত্নগর্ভা মহীয়সী নারী।'
তাছাড়া এই পেজটি তৈরী হওয়ার পর এখনো দুই দিন হয়নি অথচ ইতোমধ্যে একই শিরোনামে চারটি পোস্ট করা হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত এরকম যেকোন খবর মূলধারার সংবাদ মাধ্যমে আসার কথা কিন্তু সেখানেও এরকম কোন খবরই নেই।
উল্লেখ্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারী রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ সংক্রান্ত খবরে দেখুন এখানে। এনটিভির এই খবরটিকেই হুবহু কপি করে শিরোনাম পরিবর্তন করে এখন ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর বলে ছড়ানো হচ্ছে।
সুতরাং এই খবরটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।