সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যাডে নামসহ একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে (মহিলা শাখা) পদ পেয়েছেন চিত্র নায়িকা পূজা চেরি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৯ ডিসেম্বর ‘DN. Sonjoy’ নামক অ্যাকাউন্ট থেকে পূজা চেরির ছবি সহ নামের তালিকার ছবিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “অভিনন্দন কেন্দ্রীয় শিবিরের ( মহিলা শাখা) মানবাধিকার বিষয়ক সম্পাদক পূজা চেরি কে জানিনা কে এই শাখাটি তৈরি করেছে??”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভুয়া ও ভিত্তিহীন প্রেস রিলিজ তৈরি করে সামাজিক মাধ্যমে 'বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে পদ পেয়েছেন নায়িকা পূজা চেরি' মর্মে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।
বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমেই এই তথ্য সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি। প্রচারিত প্যাডে তারিখ উল্লেখ করা রয়েছে ৭ নভেম্বর ২০২৪, তবে সংগঠনটির অফিশিয়াল ওয়েবসাইট কিংবা ভেরিফাইড ফেসবুক পেজে ৭ নভেম্বর এই দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে সার্চ করে এই কমিটির প্রেস রিলিজটিকে ভুয়া ও বানোয়াট বলে উল্লেখ করে কিছু পোস্ট পাওয়া যায়। গত ০৮ ডিসেম্বর সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ’র ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়ে একটি পোস্ট করেন।
এতে তিনি প্রচারিত প্রেস রিলিজটি উল্লেখ করে তিনি জানিয়েছেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনো মহিলা শাখা নেই। মহিলা শাখার কমিটি ঘোষণা সংক্রান্ত এই প্রেস রিলিজটি সম্পূর্ণ রূপে বানোয়াট ও মিথ্যা (সংক্ষেপিত)’।
পাশাপাশি, ১১ ডিসেম্বর সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম তার ফেসবুক পেজের পোস্টে প্রেস রিলিজটির বিষয়ে জানিয়েছেন, "ছাত্রশিবিরের প্যাডের ছবি ব্যবহার করে ভুয়া কমিটির গুজব! ....."। সংগঠনটির দায়িত্বশীল দুইজনের দুইটি পোস্টের স্ক্রিনশটের কোলাজ দেখুন-
এছাড়া, সার্চ করে গত ১০ ডিসেম্বর চিত্র নায়িকা পূজা চেরির ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। এতে তিনি উল্লেখ করেন, “মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয়,,আমি সাধারণত কোন রিউমারস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমারস ছড়াবে এটাই স্বাভাবিক, মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে,, কিন্তু আজকে যে বা যারা এই রিউমারস টা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত, এটা শুধু রিউমারস পর্যায় পর্যন্ত থাকলে কোন ব্যাপার ছিল না, এইখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্ম কে অপমান করা হচ্ছে, এমন কোন রিউমারস করা আসলে উচিত না যেই রিউমারস জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে।”
তিনি আরো উল্লেখ করেন, “আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্র কে ভালোবাসি,এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি, এই প্রফেশনের বাহিরে আমি কোন রাজনৈতিক প্রফেশনের সাথে আমি যুক্ত নই।”
বুম বাংলাদেশের পর্যবেক্ষণে ৭ নভেম্বরের তারিখ উল্লেখ করে প্রচারিত প্রেস রিলিজটির সাথে সংগঠনটির আসল প্রেস রিলিজের অসঙ্গতি পাওয়া যায়। প্রচারিত প্রেস রিলিজটিতে সূত্র নম্বর উল্লেখ নেই। ৭ নভেম্বরের কোনো প্রেস রিলিজ না পাওয়া গেলেও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৮ নভেম্বরের তারিখ সহ একই দিনে একটি শোক প্রকাশ করে দেওয়া প্রেস রিলিজ পাওয়া যায়।
পেজে পাওয়া তথ্য অনুযায়ী এতে সূত্র উল্লেখ করা হয়েছে ঘ/২০২৪১৫। এর আগের প্রেস রিলিজটি পাওয়া যায় ২৭ অক্টোবরের যার সূত্র ঘ/২০২৪১৪। একইভাবে ৮ নভেম্বরের পরের প্রেস রিলিজটি গত ১৮ নভেম্বরের; যার সূত্র ঘ/২০২৪১৬। অর্থাৎ গত ৭ নভেম্বর কোনো সংগঠনটির পক্ষ থেকে কোনো প্রেস রিলিজ প্রকাশিত হয়নি। প্রেস রিলিজগুলোর কোলাজ ছবি দেখুন--
অর্থাৎ প্রেস রিলিজটি ভুয়া ও বানোয়াট।
সুতরাং ভুয়া ও বানোয়াট প্রেস রিলিজ তৈরি করে সামাজিক মাধ্যমে 'বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে পদ পেয়েছেন নায়িকা পূজা চেরি' মর্মে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।