আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা জানিয়েছেন মর্মে একটি তথ্য সামাজিক মাধ্যম ফেসবুকে এসেছে। গত ৪ নভেম্বর বুধবার প্রথম এরকম দাবী করা হয়েছে বলে দেখা যায়।
এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
আর্কাইভ দেখুন এখানে
ফ্যাক্ট চেক:
মূলধারার কোন সংবাদমাধ্যম কিংবা বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ কোথাও এরকম কোন শুভেচ্ছা বার্তার খবর আসেনি।
যেহেতু গত ৪ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলই নিশ্চিত হয়নি তাই সেসময় বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর বিষয়টা কতোটা সত্য তা জানতে বুম বাংলাদেশ বিএনপির সাথে যোগাযোগ করলে জানা যায় এ ধরনের কোনো বিবৃতি বিএনপি বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেয়া হয়নি।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শায়রুল কবির খান শনিবার সন্ধ্যায় বলেন, "প্রথমত, আজ ৭ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এমন অবস্থায় কাউকে অভিনন্দন বার্তা পাঠানোর প্রশ্নই উঠে না। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এমন কোনো বিবৃতি দেয়া হয়নি।"
তিনি আরও বলেন, "বিশ্ববাসীর মতো বিএনপিও মার্কিন নির্বাচন ও সেটির ফলাফল পর্যবেক্ষণ করছে।"