একটি ছবি বেশ কিছু ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে যেখানে শেখ হাসিনার সাথে একজন ব্যক্তির ছবি পোস্ট করে মার্কিন নির্বাচনে জয়ী হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানানো হচ্ছে। দেখুন এখানে, এখানে এবং এখানে।
MD Rahul নামক একটি আইডি থেকে গত ১০ নভেম্বর 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা' নামের একটি গ্রুপে একটি ছবি পোস্ট করা হয়। দেখুন স্ক্রিনশট--
পোস্টটির আর্কাইভ দেখুন এখানে।
ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো আছেন একজন ব্যক্তি এবং ক্যাপশনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে শুভেচ্ছা জানানো হচ্ছে।
অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ানো ব্যক্তিকে জো বাইডেন বলেই দাবি করা হচ্ছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ গুগল রিভার্স সার্চিং টুল ব্যবহার করে দেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশের ব্যক্তিটি মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে জয় পাওয়া জো বাইডেন নন। ব্যক্তিটি মূলত অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এক খবরের মতে, ২০১৮ সালে এপ্রিল মাসে এক রাষ্ট্রীয় সফরে শেখ হাসিনা অস্ট্রেলিয়ায় গেলে সিডনিতে তৎকালীন প্রধানমন্ত্রী টার্নবুলের সাথে স্বাক্ষাতে উক্ত ছবি তোলা হয়।
এছাড়াও বিডিনিউজ২৪ এর একটি খবরেও উক্ত সফরের ছবি হিসেবে একই ছবি ব্যবহার করা হয়।