ফেসবুকে একটি পোস্ট বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার হতে দেখা যাচ্ছে যেখানে হাসপাতালের স্ট্রেচারে একজন নারীকে দেখা যাচ্ছে এবং সাথে দুটি শিশুর ছবিও দেখা যাচ্ছে। ফেসবুক পোস্টটিতে লেখা আছে-
"টংগীতে আজ সড়ক দুর্ঘটনায় এই মহিলাটি মারা গেছে ,তার সাথে থাকা শিশু দুটি তাদের বাবার ডাক নাম ছাড়া আর কিছুই বলতে পারছে না,তার বাবাকে ঘটনাটি জানানো খুবই জরুরী।
মহিলার নাম- বিথী
স্বামী- টুটুল
শিশু দুটির নাম- টুম্পা ও রাফী
বতমান ঠিকানা- আউচপাড়া,টংগী
শিশুদের অবস্খান- টংগী থানা ।''
২০ সেপ্টেম্বর (২০২০) তারিখে পোস্ট করা ছবিটির ক্যাপশনে 'আজ সড়ক দুর্ঘটনায় এই মহিলাটি মারা গেছে' বলে দাবি করা হয়েছে।
ফ্যাক্ট চেক:
অনুসন্ধানে দেখা যায় এই ছবিগুলো ২০১৮ সালের আগস্টেও ফেসবুকে পোস্ট করা হয়েছিল। Rabiul Islam Palash নামক একটি আইডি থেকে ২০১৮ সালের ২৩ আগস্ট কিছু ছবিসহ একটি পোস্ট করা হয়। উক্ত ছবিগুলোর সাথে বর্তমানে ফেসবুকে ছড়ানো ছবির হুবহু মিল পাওয়া যায়। ২০১৮ সালের পোস্টে নিহত নারীর স্বামীর পুরো নাম ও বিস্তারিত ঠিকানা উল্লেখ করা হয় যা নতুন পোস্টগুলোতে অনুপস্থিত।
একই দিনের অর্থাৎ ২০১৮ সালের ২৩ আগস্টের একইরকম আরেকটি পোস্ট দেখুন এখানে।
তবে ফেসবুক পোস্ট ছাড়া এ সংক্রান্ত ছবিসহ কোন খবর মূলধারার কিংবা স্থানীয় কোন সংবাদমাধ্যমে না পাওয়ায় ঘটনাটি যে ২০১৮ সালের এবং গাজীপুরের টংগীর সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ছবিগুলো যে সাম্প্রতিক নয় তা স্পষ্ট, বরং তা ২০১৮ সালের আগষ্ট মাসের কিংবা তারও আগের।
তাই দুর্ঘটনার পুরনো ছবি দিয়ে নতুন করে পোস্ট করা বিভ্রান্তিকর, এবং ২০১৮ সালের ঘটনাকে ২০২০ সালের সেপ্টেম্বরে এসে 'আজকের দুর্ঘটনা' বলে দাবি করা ভুল তথ্য।