''বিএনপিকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশে গণতন্ত্র শীঘ্রই পুনরুদ্ধার করা হবে'' এরকম একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। সময় টিভির স্ক্রলে বক্তব্যটি শোভা পাচ্ছে এরকম একটি ছবি বিভিন্ন প্রোফাইল ও গ্রুপে শেয়ার করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী কয়েক দিনের সময় টিভির ইউটিউব চ্যানেল খুঁজে এরকম কোন সংবাদ পাওয়া যায়নি। উল্লেখ্য, সময় টিভিতে প্রচারিত সকল সংবাদই প্রতিবেদন আকারে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। কিন্তু জো বাইডেন বিএনপিকে ক্ষমতায় বসিয়ে বাংলাদশে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন এরকম কোন খবর সেখানে নেই।
তাছাড়া নির্বাচন পরবর্তী সময়ের আন্তর্জাতিক সংবাদমাধ্যম ঘেটেও এরকম কোন বক্তব্যের অস্তিত্ব মেলেনি। স্বাভাবিক ভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দেয়া যেকোন বক্তব্যই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার পাওয়ার কথা। কিন্তু বিভিন্নভাবে কীওয়ার্ড সার্চ দিয়েও এই বক্তব্যের সমর্থনে কোন সংবাদ পাওয়া যায়নি।
সময়টিভি তাদের স্ক্রিনে বাংলা যে ফন্ট ব্যবহার করে সেটির সাথে ফেসবুকে ছড়ানো স্ক্রিনশটের বাংলাফন্টের কোনো মিল নেই।
তাই বুম বাংলাদেশ ফেসবুকে ছড়ানো এই পোস্টটিকে ভিত্তিহীন ও বানোয়াট হিসেবে চিহ্নিত করছে।