সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর মামুনের সাথে মতিঝিল আইডিয়াল স্কুলের গভনিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদকে বিয়ে করে আলোচনায় আসা সিনথিয়া ইসলাম তিশার একসাথে থাকার ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৪ মার্চ 'Sk Rifat Ahmed Saiem' নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি রিলস ভিডিও পোস্ট করে লেখা হয়, "তিশা আর মামুন একসাথে দেখুন"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ভিডিওটি এডিটেড। প্রযুক্তি ব্যবহার করে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মামুন-লায়লার একটি ভিডিওতে লায়লার চেহারার স্থলে মতিঝিল আইডিয়াল স্কুলের গভনিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদকে বিয়ে করে আলোচনায় আসা সিনথিয়া ইসলাম তিশার চেহারা বসিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে 'Blue Fairy Laila' নামের ভেরিফাইড চ্যানেলে ২০২৩ সালের ৯ আগস্ট প্রকাশিত একটি ইউটিউব শর্টস ভিডিও খুঁজে পাওয়া যায়। শর্টস ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটি আলোচ্য ভিডিওটির অরিজিনাল ভার্সন। ভিডিওটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, একই চ্যানেলে গত ৪ জানুয়ারি "প্রিন্স মামুনের কোরবানীর গরু কেনা" শিরোনামে প্রকাশিত ভিডিও ব্লগ খুঁজে পাওয়া যায়। ব্লগটির শেষাংশেও আলোচ্য মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওতে দেখা যায় মামুনের সাথে লায়লা রয়েছেন। এছাড়াও ক্ষুদে ভিডিও ও ছবি শেয়ারিং এর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে 'blue_fairy_laila' ইউজারনেম এর ভেরিফায়েড অ্যাকাউন্টেও লায়লা-মামুনের মূল ভিডিওটি পাওয়া গেছে। আলোচ্য ভিডিওটির স্থিরচিত্র (বামে) ও লায়লার ভেরিফায়েড ইনস্টাগ্রামে একাউন্টে পাওয়া মামুন-লায়লার মূল ভিডিওর স্থিরচিত্র (ডানে) এর তুলনা দেখুন পাশাপাশি--
অর্থাৎ কনটেন্ট ক্রিয়েটর লায়লা-মামুনের ভিডিওতে প্রযুক্তির সহায়তায় লায়লার চেহারার স্থলে তিশার চেহারা বসিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে
উল্লেখ্য ফেস সোয়াপ, ডিপফেক, চিপ ফেক বা এ জাতীয় ফেস চেঞ্জিং প্রযুক্তি (ছবি ও ভিডিওর ক্ষেত্রে) ব্যবহার করে একজনের চেহারায় আরেকজনের চেহারা বসিয়ে দেয়া সম্ভব।
সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর মামুনের পাশে সিনথিয়া ইসলাম তিশা বলে একটি এডিটেড ভিডিও প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।