সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হচ্ছে, ভিডিওতে বুর্জ খলিফার আলোকরশ্মির মাঝে একটি লেখা এবং হিজাব পরা একটি মেয়ের ছবি দেখা যায়। দাবি করা হচ্ছে, ছবিটি সম্প্রতি ভারতের কর্ণাটকে কলেজ প্রাঙ্গনে তরুণদের মিছিলের বিপরীতে হিজাবের পক্ষে 'আল্লাহ আকবর' স্লোগান দেয়া আলোচিত ছাত্রী মুসকান খানের। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১২ ফেব্রুয়ারি 'Enzamul Mullick' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "আজকের দুবাই বুজ খলিফা তে মুস্কান এর ফটো"। পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি এডিট করা।
প্রথমত
ভালোভাবে ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, ভবনের আলোকসজ্জার মধ্যে ভেসে ওঠা লেখা নামের বানানেও ভুল রয়েছে। কর্ণাটকের ঐ শিক্ষার্থীর নাম 'Muskahan' নয় বরং 'Muskan Khan'। অর্থাৎ ভিডিওতে প্রদর্শিত নামটি ভুল, যা বুর্জ খলিফার মত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য স্বাভাবিক নয়। পাশাপাশি ভিডিওটি যে এডিট করা তারও প্রমাণও পাওয়া গেছে। বুর্জ খলিফার আলোকসজ্জার বিষয়বস্তু ভবনের কাঠামোর বাইরে প্রদর্শিত হওয়া সম্ভব নয়। কিন্তু ভাইরাল ভিডিওতে হিজাব পরা মুসকান খানের ছবিটি বুর্জ খলিফা ভবনের বাইরে চলে গেছে। ভালভাবে স্ক্রিনশট খেয়াল করুন--
দ্বিতীয়ত
কি ওয়ার্ড ধরে একাধিকবার সার্চ করার পরে দেশি বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে মুসকানের ছবি প্রদর্শন সম্পর্কিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। বুর্জ খলিফার অফিসিয়াল ইন্সটাগ্রাম একাউন্টে আলোকসজ্জার ছবি ও ভিডিও নিয়মিত পোস্ট করা হয়ে থাকে। সেখানেও এ ধরনের কোনো ছবি খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে স্বাগত জানিয়ে আলোকসজ্জার আয়োজন করে বুর্জ খলিফা কর্তৃপক্ষ।
সুতরাং সম্পাদিত ভিডিও পোস্ট করে বুর্জ খলিফা ভবনে কর্ণাটকের আলোচিত শিক্ষার্থী মুসকান খানের ছবি প্রদর্শিত হবার ভিত্তিহীন দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে।