সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ, আইডি থেকে একটি ভিডিও ফুটেজ পোস্ট করে দাবি করা হচ্ছে, বিশ্বব্যাংক কার্যালয়ের সামনে "শেখ হাসিনা ভোট চোর" স্লোগান দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৩ মে 'Habibur Rahman' নামের একটি ফেসবুক আইডি থেকে ফুটেজটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "বিশ্বব্যাংক কার্যালয়ের সামনে 'শেখ হাসিনা ভোট চোর' স্লোগানে মুখরিত।"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্টচেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি এডিট করা।
কি-ওয়ার্ড ধরে সার্চ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের একাধিক ভিডিও বিশ্লেষণ করার পর, 'usanewsonline.com' নামের একটি ফেসবুক পেজে মূল ভিডিওটিই খুঁজে পাওয়া যায়। ২ মে ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, "বাংলাদেশ ও ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ মে ২০২৩। ওয়ার্ল্ড ব্যাংকের সামনে, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।" দেখুন--
মূল ভিডিওটিতে "শেখ হাসিনা ভোট চোর" বা এধরণের কোনো স্লোগানের শব্দ শুনতে পাওয়া যায়না। বরং সেখানে উপস্থিত ব্যক্তিদের "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। মূল ভিডিওটি এবং ফেসবুকে বিভ্রান্তিকর দাবিতে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট পাশাপাশি দেখুন--
আলোচ্য ভিডিওতে শুনতে পাওয়া স্লোগানের উৎস সম্পর্কে জানতে ইউটিউবে কি-ওয়ার্ড সার্চ করলে, বেশ কয়েকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এসব ভিডিওতে শুনতে পাওয়া স্লোগানের সাথে ফেসবুকে প্রচারিত আলোচ্য ভিডিওর স্লোগানের সাদৃশ্য পাওয়া যায়। তন্মধ্যে, 'Panchagarh BNP' নামের একটি ইউটিউব চ্যানেলে আলোচ্য স্লোগানটির একটি লম্বা সংস্করণ পোস্ট করতে দেখা যায়, যা স্লোগানের ভিডিওটি রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের বলে উল্লেখ করা হয়েছে। আবার আলোচ্য ভিডিওটিতে শোনা স্লোগানের হুবহু অংশটিও খুঁজে পাওয়া গেছে ইউটিউবে। উভয় ভিডিওটিতে দেখতে পাওয়া সমাবেশস্থলের ছবি নিশ্চিত হওয়া যায় 'ভোট চোর' স্লোগান দেয়ার ভিডিওটি বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশের। দেখুন--
অর্থাৎ বাংলাদেশ ও ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর নাম ধরে 'ভোট চোর' স্লোগান দেয়ার ভিডিওটি প্রকৃতপক্ষে এডিট করা।
প্রসঙ্গত, গত ১ মে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যকার সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়ার সময় বিশ্বব্যাংক সদর দপ্তরের সামনে বিএনপি'র নেতাকর্মীরা বিক্ষোভ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর প্রকাশিত হয়েছে একাধিক সংবাদমাধ্যমে।
সুতরাং এডিট করা ভিডিওর প্রচার করে বিশ্বব্যাংক কার্যালয়ের সামনে "শেখ হাসিনা ভোট চোর" স্লোগান দেয়ার দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।