ফেসবুকে একটি ছবি বেশ কয়েকটি গ্রুপ এবং আইডি থেকে পোস্ট করা হয়েছে; যাতে দেখা যাচ্ছে কয়েকজন নারী হাতে প্ল্যাকার্ড ধরে মানবন্ধন করছেন। তাদের প্ল্যাকার্ডে লেখা রয়েছে "ধর্ষক নুরুর ফাসি চাই' এবং 'নুরু গংদের ঢাবি থেকে বহিষ্কার করা হোক'।
এরকম দুটি পোস্টের স্ক্রিনশট দেখুন নিচে--
আর্কাইভে দেখুন একটি পোস্ট।
প্রকৃতপক্ষে ছবিটি এডিট করে তাতে ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুরের বিরুদ্ধে বক্তব্য যুক্ত করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির তোলা মূল ছবিটি দেখুন এই লিংকে।
নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে শিক্ষক কর্তৃক যৌন নির্যাতনের পর সেই ঘটনা প্রকাশ করে দেয়ার কারণে তাকে কেরোসিন ঢেলে হত্যার ঘটনা ঘটে ২০১৯ সালে। সেই ঘটনায় জড়িতদের বিচার দাবিতে আয়োজিত এক মানববন্ধনের ছবি ছিলো এটি।