HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সিংহরা নামাজরত ব্যক্তিকে পাহারা দিচ্ছে না, ছবিটি এডিট করা

দক্ষিণ আফ্রিকার পার্ক সংলগ্ন একটি রাস্তায় একদল সিংহের প্রকাশ্যে চলাচলের ছবিকে এডিট করে ভুয়া দাবী করা হচ্ছে।

By - BOOM FACT Check Team | 13 Nov 2020 10:31 PM IST

গাড়ি চলাচলের রাস্তায় এক ব্যক্তি নামাজ আদায় করছেন এবং তার একপাশে কয়েকটি গাড়ি আটকে আশপাশে কিছু বন্য প্রাণী বসে আছে এরকম একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করে দাবী করা হচ্ছে যে এক ব্যক্তি রাস্তায় নামাজে দাড়ানোর কারণে বন্য বাঘ গাড়ি আটকে তাকে পাহারা দিচ্ছে। একটি পোস্টে লেখা হয়েছে-

''#মাশাআল্লাহ কি এক দুর্লব দৃশ্য।
#আল্লাহর কি কারিশমা।
রাস্তা বন্ধ করে দিয়ে নামাজরত একজন নামাজী কে পাহারা দিচ্ছে বনের হিংস্র প্রাণী বাঘের দল। বন্যপ্রাণীও নামাজ কি তা বুঝতে পেরেছে এবং আরও বুঝতে পেরেছে বনের ভিতরে রাস্তার উপরে একজন নামাজী নামাজ পড়ছে। নামাজের ক্ষতি যেনো না হয় তাই বাঘেরা সবাই মিলে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ।''

আর্কাইভ দেখুন এখানে 

ফ্যাক্ট চেক:

গুগল রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা যায়, এই ছবিটি একটি ভিডিও ক্লিপ থেকে নেওয়া। দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্ক সংলগ্ন একটি রাস্তায় জনসম্মুখে একদল সিংহের বিচরণের ভিডিও সেটি। কয়েকটি সিংহ রাস্তায় বসে পড়লে সেখানে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। Largest Lion Pride Ever Blocking Road In Kruger Park শিরোনামে আফ্রিকা অ্যাডভেঞ্চারস নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ২০১৬ সালের ২৭ নভেম্বর আপলোড করা ১৮ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় গাড়ি থামিয়ে উৎসুক অনেকে দৃশ্যটি ক্যামেরাবন্দি করছেন।

ভিডিওটি দেখুন এখানে

এই ভিডিওরই একটি স্থিরচিত্র নিয়ে সেখানে নামাজরত ব্যক্তির ছবি সংযুক্ত করে সেটিকে নামাজী ব্যক্তিকে বাঘের পাহারা দেয়ার দৃশ্য বলে অসত্য দাবী করে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। তাছাড়া ছবির প্রাণীগুলো বাঘ নয়, বরং সিংহ।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে গাড়ি চলাচলের রাস্তায় প্রকাশ্যে সিংহের এমন বিচরণের দৃশ্য অন্য সময়ও দেখা গেছে। বিবিসি ও সিএনএনের এরকম প্রতিবেদন দেখুন এখানেএখানে


সুতরাং এডিট করে এক ছবির সাথে অন্য ছবি সংযুক্ত করে এরকম দাবী সম্পূর্ণ ভুয়া। 

Tags:

Related Stories