ফেসবুকে একাধিক পোস্টে একটি ছবিতে দেখা যাচ্ছে, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে ফুল হাতে আর্জেন্টিনার আরেক কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার সমাধিতে শোক জানাচ্ছেন। দেখুন এমন দুটি পোস্ট এখানে ও এখানে।
২৭ নভেম্বর ২০২০ তারিখে Asadul Islam নামের ফেসবুক প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করা হয়। ছবিটিতে খেলোয়ার পেলে-কে ফুলের তোড়া হাতে 'দিয়াগো ম্যারাডোনা' নামে একটি সমাধির সামনে দেখা যায়। দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ উক্ত ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করে দেখেছে, ছবিটি এডিট করা। Peopleimages.com নামের একটি সাইটে 'They were her favorite flowers' শিরোনামে আপলোড করা একটি ছবিকে এডিট করে সেখানে ফুটবলার পেলেকে বসানো হয়েছে। এছাড়া আসল ছবিটির দৃশ্যমান সমাধিতে দিয়াগো ম্যারাডোনার নামও যুক্ত করা হয়েছে। দেখুন আসল ছবিটি--
তাছাড়া, ম্যারাডোনার শেষকৃত্য অনুষ্ঠানের অনেক ছবি পাওয়া গেলেও তার সমাধিস্থলের কোনো ছবি আমরা এখনো (২৭ নভেম্বর, ২০২০ পর্যন্ত) খুঁজে পাইনি।
অর্থাৎ ফুলের তোড়া হাতে ম্যারাডোনার সমাধিস্থলে পেলের শোক জানানোর ছবিটি ভুয়া এবং এডিট করা।