একটি ছবি অনলাইন পোর্টালসহ একাধিক ফেসবুক পোস্টে ছড়িয়েছে যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে সৌদি যুবরাজ বিন সালমানকে হাস্যোজ্জ্বল করমর্দনরত অবস্থায় দেখা যাচ্ছে। দেখুন এমন কিছু পোস্ট ও খবরের লিংক এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৩ নভেম্বর www.abnews24.com নামক অনলাইন পোর্টালে "গোপন সফরে সৌদিতে নেতানিয়াহু, যুবরাজের সঙ্গে সাক্ষাত" একটি খবর প্রকাশিত হয়। উক্ত খবরে একটি ছবি ব্যবহার করা হয় যেখানে দেখা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান করমর্দনরত অবস্থায় মুখোমুখি দাঁড়িয়ে আছেন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ'র অনুসন্ধানে দেখা গেছে, উক্ত ছবিটি এডিট করা। মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিন্ন দুটি ছবিকে যুক্ত করে ছবিটি তৈরি করে ব্যবহার করা হচ্ছে। এডিটেড ছবিটির নেতানিয়াহুর অংশটি নেয়া হয়েছে, ২০১৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর হোয়াইট হাউজে স্বাক্ষাতের একটি ছবি থেকে। ছবিটি দেখুন ফক্স নিউজের একটি প্রতিবেদনে।
এছাড়া নেতানিয়াহুর সাথে বিন সালমানের এডিট করা ছবিটিতে বিন সালমানের অংশটুকু নেয়া হয়েছে ট্রাম্পের সাথে বিন সালমানের স্বাক্ষাতের একটি ছবি থেকে। টাইমসের বরাতে জানা যায়, ২০১৭ সালে মার্চের ১৪ তারিখে হোয়াইট হাউজে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বিন সালমানের এক সৌজন্যে স্বাক্ষাতের ছবি এটি। বিন সালমানের আসল ছবিটি দেখুন--
অর্থাৎ, বিন সালমান ও নেতানিয়াহুর দুটি আলাদা ছবিকে যুক্ত করে উক্ত ছবিটি তৈরি করা। সৌদি আরবের নিওম সিটিতে যুবরাজ বিন সালমানের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের যে খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই বৈঠকের কোনো ছবি এখনও কোথাও প্রকাশিত হয়নি। ইসরায়েলি সরকারের একাধিক সূত্র থেকে বৈঠক অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দেয়া হলেও সৌদি আরবের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।