HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিটি এডিট করে 'বাংলাদেশ' এর স্থলে 'ঢাকা' লেখা হয়েছে

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচনের প্রকৃত ছবিটি চলতি বছরের অক্টোবর মাসে একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

By - Minhaj Aman | 31 Dec 2021 9:57 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি দিয়ে দাবি করা হচ্ছে, এটি বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএল এর একটি টিমের জার্সি। দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে এবং এখানে

গত ২৭ ডিসেম্বর 'কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবার' নামের গ্রুপে একটি ছবি পোস্ট করা হয়। যাতে দেখা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক কর্মকর্তাকে একটি জার্সি উদ্বোধন করছেন যেখানে লেখা 'DHAKA'। ছবিটির বর্ণনায় বলা হয়েছে, 'অবশেষে ঢাকার জার্সি উন্মোচন করা হল। জাতীয় দলের আদলে'। অর্থাৎ দাবি করা হচ্ছে, জাতীয় দলের জার্সির আদলে আরেকটি নতুন জার্সি তৈরি করা হয়েছে। দেখুন পোস্টটির স্ক্রিনশট--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, জার্সি উন্মোচনের এই ছবিটি এডিট করা। একাধিক মূলধারার গণমাধ্যমে আসল ছবিটি খুঁজে পাওয়া গেছে। রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে আসল ছবিটি বিজনেস ইন্সাইডার নামক একটি ইংরেজি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে পাওয়া গেছে। 'Aarong, BCB unveil T20 World Cup's official jersey for Tigers' শিরোনাম একটি প্রতিবেদন প্রকাশিত হয় গত ১২ অক্টোবর, ২০২১। দেখুন--


প্রতিবেদনটি পড়ুন এখানে। 

খবরটিতে বলা হয়, আড়ং এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যৌথভাবে ২০২১ সালের বিশ্বকাপের জন্য ক্রিকেট দলের জার্সি উন্মোচন করেছে।

এছাড়া আড়ং এর অফিশিয়াল ওয়েবসাইটেও খবরটি একই ছবিসহ প্রকাশিত হয় গত ৭ অক্টোবর। সেখানে আরো বলা হয়, আড়ংয়ের ওয়েবসাইট থেকে জার্সিটি কেনা যাবে। দেখুন--


তবে ছবিটি কার তোলা অর্থাৎ ফটোগ্রাফারের বিষয়ে কোন তথ্য সেখানে উল্লেখ করা হয়নি।

তাছাড়া একই ছবির আরেকটি ভার্সন প্রকাশিত হয় দ্য ডেইলি স্টার অনলাইনে। গত ১২ অক্টোবর এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয় 'Tigers to don recyclable jerseys at T20 WC'। দেখুন--


এই ছবিটি ফিরোজ আলম তুলেছেন বলে উল্লেখ করা হয়েছে। খবরটি দেখুন এখানে

অর্থাৎ গত অক্টোবর মাসে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি উন্মোচনের ছবিকে এডিট করে 'DHAKA' লিখে নতুন জার্সি বলে দাবি করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories