সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইটি ছবি একসাথে পোস্ট করে বলা হয়েছে; ঢাবি শিবির সেক্রেটারি ফরহাদ আগে কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২২ সেপ্টেম্বর ‘Zaima Rahman’ নামক পেজ থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জসীমউদ্দীন হল ছাত্রলীগের সহ-সভাপতি......"। পোস্টটির স্ক্রিনশট সহ ইনসেটে ছাত্রলীগের কমিটির তালিকার ছবি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ ও জসীম উদ্দীন হল ছাত্রলীগের সহ-সভাপতি এস এম ফরহাদ হোসাইন দুজন আলাদা ব্যক্তি।
ছাত্রলীগের সহ-সভাপতির নামের সাথে 'হোসাইন' থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ফরহাদের নামে 'হোসাইন' পদবী নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ ২০২২ সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছিলেন বলে গণমাধ্যম সূত্রে খবর পাওয়া যায়। তবে ফরহাদ জানিয়েছেন তাঁর অনুমতি ছাড়াই তাঁর নাম কমিটিতে রাখা হয়েছিল।
বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে অনলাইন সংবাদ মাধ্যম ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-এ গত ২২ সেপ্টেম্বর “ঢাবি শিবির সেক্রেটারি ফরহাদ আর হল ছাত্রলীগের ফরহাদ এক নন” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ ও জসীম উদ্দীন হল ছাত্রলীগের সহ-সভাপতি এস এম ফরহাদ হোসাইন এক ব্যক্তি নন। এমনকি প্রতিবেদনে ছাত্রলীগের সহ সভাপতি ফরহাদের একটি ছবিও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে সার্চ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীন উদ্দীন হল ছাত্রলীগের সহ-সভাপতি এস এম ফরহাদ হোসাইন এর ছবি সহ পদ প্রাপ্তির সময়কার (২০২২ সালের ডিসেম্বর) একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফরহাদ হোসাইনের পুরোনো এই ছবিটির সাথে তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া বর্তমান সময়ের ছবির মিল প্রতীয়মান হয়। অর্থাৎ S M Farhad Hossain ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দীন হলের সহ-সভাপতি পদ পেয়েছেন।
S M Farhad Hossain এর ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে এ সংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে তিনি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ যে দুজন ভিন্ন ব্যক্তি তা উল্লেখ করেছেন। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
S M Farhad Hossain এর ভিন্ন ভিন্ন সময়ের দুটি ছবির সাথে (বামে) ঢাবি'র ইসলামি ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল S M Farhad (ডানে) এর ফেসবুক অ্যাকাউন্ট ও ছবির পাশাপাশি পার্থক্য দেখুন-
অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ ও জসীম উদ্দীন হল ছাত্রলীগের সহ-সভাপতি এস এম ফরহাদ হোসাইন এক ব্যক্তি নন।
এদিকে দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ ২০২২ সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছিলেন বলে জানা যায়।
এ বিষয়ে ঢাবি শিবির সেক্রেটারি ফরহাদের সাথে যোগাযোগ করলে তিনি বুম বাংলাদেশকে জানান, তাঁর অনুমতি ছাড়াই তাঁর নাম কমিটিতে রাখা হয়েছিল। কমিটি প্রকাশের কয়েকদিন পরে তিনি জানতে পারেন এবং নিরাপত্তার কারণে তখন তিনি বিষয়টি নিয়ে কিছু বলেননি।
ফেসবুকে ঢাবি ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ছবি সহ ভাইরাল ছবিগুলোর বিষয়ে জানতে চাইলে ফরহাদ বলেন, 'ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তিনি যেহেতু আমাদের হলেরই ছিলেন তাই ডিবেটিং ক্লাব ও বাঁধন এর পক্ষ থেকে ফুল দেওয়া হয়েছে।' একই জাতীয় বক্তব্য তিনি দৈনিক কালবেলা'কেও দিয়েছেন।
উল্লেখ্য, ছাত্রলীগের সহ-সভাপতি এস এম ফরহাদ হোসাইন ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়েছেন কিনা কিংবা তাদের কমিটি এখনো বহাল আছে কিনা এমন তথ্য না পাওয়ায় তাকে সংগঠনটির চলতি সদস্য হিসেবেই উল্লেখ করা হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যমে ঢাবি শিবির সেক্রেটারি ফরহাদ আগে জসীম উদ্দীন হল ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন মর্মে যে তথ্য প্রচার করা হয়েছে; তা বিভ্রান্তিকর।