সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, নারীদের জন্য দেশে প্রথমবারের মতন চালু হয়েছে মহিলা বাস সার্ভিস দোলনচাঁপার। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২ সেপ্টেম্বর 'Evergreen Bangladesh' নামের একটি পাবলিক গ্রুপে 'Jannatul Ferdoush Labonno' নামের একটি আইডি থেকে একটি ছবি শেয়ার করে বলা হয়, "নারীদের জন্য দেশের প্রথম বাস সার্ভিস দোলনচাঁপা চালু হয়েছে। উক্ত বাসের ড্রাইভার ও হেল্পার সবাই নারী।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। দোলনচাঁপা প্রথম মহিলা বাস সার্ভিস নয়, এটি চালু হওয়ার বহু আগেও নারী বাস সার্ভিস ছিল। এছাড়া দোলনচাঁপা মহিলা বাস সার্ভিস চালুর সংবাদটিও সাম্প্রতিক নয় বরং ৪ বছরের পুরোনো।
কী ওয়ার্ড সার্চ করে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর প্রথম আলোতে "নারীদের বাস: যাত্রী কম সংখ্যাও কম" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, "বিআরটিসির মহিলা বাস সার্ভিস পরীক্ষামূলকভাবে প্রথম চালু হয় ১৯৯৮ সালে। ২০০১ সালে তা ঢাকা ও এর আশপাশের এলাকায় সম্প্রসারণ করা হয়। ২০০৯ সালে আবার এই সেবাকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।" স্ক্রিনশট দেখুন--
প্রথম আলোর এই প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৯৮ সালে পরীক্ষামূলকভাবে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু হয় এবং পরবর্তীতে এই সেবা ২০০১ সালে তা আরো সম্প্রসারিত হয়।
আবার, কী-ওয়ার্ড সার্চ করে বাস সার্ভিস দোলনচাঁপার ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পেজে ২০১৮ সালের ৪ জুলাই পোস্ট করা একটি স্ট্যাটাস খুঁজে পাওয়া যায়। ওই স্ট্যাটাস থেকে জানা যায়, ওইদিন অর্থ্যাৎ ৪ জুলাই দোলনচাঁপার দ্বিতীয় বাস যাত্রা শুরু করে। অর্থ্যাৎ, দোলনচাঁপার প্রথম বাসটি এর আগেই যাত্রা শুরু করেছে। দোলনচাঁপার ফেসবুক পেজে যোগাযোগ করে তাদের কাছ থেকেও জানা যায়, দোলনচাঁপা ২০১৮ সালে যাত্রা শুরু করে। দোলনচাঁপার ফেসবুক পোস্টটি দেখুন--
দোলনচাঁপার যাত্রা শুরুর সময়কাল সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আরো সার্চ করে ২০১৮ সালের ২ জুন "বার্তা২৪" নামের একটি অনলাইন পোর্টালে "রাজধানীর প্রথম বেসরকারি মহিলা বাস দোলনচাঁপা" শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ওইদিন অর্থ্যাৎ ২০১৮ সালের ২ জুন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দোলনচাঁপা বাসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, দোলনচাঁপার যাত্রা শুরুর সময়কাল এবং এগিয়ে চলা নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবেদন করেছে প্রথম আলো, সারাবাংলা এবং সংবাদ প্রতিদিন। এসব প্রতিবেদন থেকে জানা যায় যে, দোলনচাঁপা বাস সার্ভিসের যাত্রা শুরুর সময়কাল ২০১৮ সাল।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের ওয়েবসাইট থেকে জানা যায়, অন্তত ২০২০ সালের আগে থেকে ঢাকা ও চট্টগ্রাম শহরের বিভিন্ন রুটে নারীদের জন্য বাস সার্ভিস চালু আছে। স্ক্রিনশট দেখুন---
অর্থ্যাৎ ৪ বছর আগে নারীদের জন্য বেসরকারিভাবে চালু হওয়া মহিলা বাস সার্ভিসকে নতুন করে প্রচার করা হচ্ছে এবং সেটিকে ভুলভাবে দেশের প্রথম মহিলা বাস সার্ভিস বলে দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।