সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার। ভিডিওতে একপাশে রুমিন ফারহানা ও অন্যপাশে নীল জলরাশির পাশে বিকিনি পরা এক তরুণীকে দেখা যায়। দাবি করা হচ্ছে বিকিনি পরা তরুণীও রুমিন ফারহানা, ২০১৩ সালে তিনি এমন ছিলেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৮ মে 'Bangla News Point' নামের একটি ফেসবুক পেজ থেকে এরকম একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "সময় কতো দ্রুত চলে যায়! ২০১৩ সালে তিনি যখন ছাত্রী - ২০২৩ সালে তিনি যখন পাত্রী"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি এডিট করা।
ভিডিওটি থেকে কী ফ্রেম নিয়ে সার্চ করার পর, 'lexibrookerivera' নামের একটি ভেরিফাইড ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সৈকতে বিকিনি পরা তরুণীর মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা ২০২২ সালের ০৭ মার্চ আপলোড করা হয়েছে। সার্চ করে জানা যায়, ইন্সটাগ্রাম একাউন্টটির ব্যবহারকারী লেক্সি ব্রুক রিভেরা একজন মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
নিচে সামাজিক মাধ্যমে প্রচারিত বিকৃত ভিডিওটি ও লেক্সি ব্রুক রিভেরার ইন্সটাগ্রাম একাউন্টে পোস্ট করা মূল ভিডিওর তুলনা দেখুন--
অর্থাৎ ভিডিওটি এডিট করা। মূলত লেক্সি রিভেরার একটি ইন্সটাগ্রাম রিলের মুখমণ্ডল এডিট করে রুমিন ফারহানার ভিডিও বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে।
সুতরাং একজন মডেলের ভিডিওকে এডিট করে বিএনপি নেত্রী রুমিন ফারহানার দাবি করা হচ্ছে সামজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।