HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

জায়েদ খান'কে নিয়ে ভুয়া তথ্যসহ গণমাধ্যমের বিকৃত ফটোকার্ড প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে আরটিভি।

By - Tausif Akbar | 13 Jan 2024 1:10 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, মুজিব সিনেমায় টিক্কা খান চরিত্রে অভিনয় করা জায়েদ খান উত্তরায় রেডিমেড ফ্ল্যাট পেয়েছেন বলে বেসরকারি সম্প্রচারমাধ্যম আরটিভি সংবাদ প্রচার করেছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে

গত ৪ জানুয়ারি 'Genjam Bhai' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, "Nice Flat ডিগবাজি খান Congratulations"। উক্ত পোস্টে আরটিভি এর লোগোসহ একটি ফটোকার্ড যুক্ত করা হয়। ওই ফটোকার্ডে লেখা থাকতে দেখা যায়, ''মুজিব সিনেমার টিক্কা পেলেন উত্তরায় রেডিমেড ফ্ল্যাট"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আরটিভির লোগো ও ফরম্যাট ব্যবহার করে তৈরি করা ওই ফটোকার্ডটি আরটিভির তৈরি করা নয় বলে গণমাধ্যমটি নিশ্চিত করেছে।

আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে সার্চ করে গত ২ জানুয়ারি "সিনেমায় পারিশ্রমিক না নিলেও তারই প্রতিদান..." ক্যাপশনে "মুজিব’ সিনেমার নায়ক পেলেন রাজউকের ১০ কাঠার প্লট" লেখা একটি ফটোকার্ডযুক্ত পোস্ট খুঁজে পাওয়া যায়। আলোচ্য দাবির ফটোকার্ড (বামে) এবং আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের (ডানে) তুলনা দেখুন--



পাশাপাশি, আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে ৬ জানুয়ারি আরো একটি ফটোকার্ডযুক্ত পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয় "আরটিভি অনলাইনের ফটোকার্ড নকল করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে আরটিভি অনলাইনে এধরনের কোনো নিউজ পাবলিশ হয়নি।....."। আরটিভির ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ বেসরকারি সম্প্রচারমাধ্যম আরটিভির ফেসবুক পেজে প্রকাশিত "মুজিব’ সিনেমার নায়ক পেলেন রাজউকের ১০ কাঠার প্লট" লেখা সম্বলিত ফটোকার্ডকে এডিট করে "মুজিব সিনেমার টিক্কা পেলেন উত্তরায় রেডিমেড ফ্ল্যাট" লিখে মূল ফটোকার্ডটির বিকৃত একটি ভার্সন ফেসবুকে প্রচার করা হচ্ছে।

এদিকে, নানাভাবে কি-ওয়ার্ড সার্চ করে মুজিব সিনেমায় অভিনয় করা জায়েদ খান কোনো ফ্ল্যাট বা প্লট পেয়েছেন এমন কোনো তথ্য বা খবর কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

বরং সার্চ করে দৈনিক দেশ রূপান্তরের এক প্রতিবেদন পাওয়া গেছে, যেখানে জায়েদ খানের বরাতে "আমি কোনো প্লট বা ফ্ল্যাট বরাদ্দ পাইনি, ওসব গুজব" শিরোনামে খবরটি প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, জায়েদ খান মুজিব সিনেমায় অভিনয়ের জন্য কোনো প্লট বা ফ্ল্যাট বরাদ্দ পাননি এবং আলোচ্য তথ্যটি ভুয়া বা গুজব।

সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে আরটিভির প্রকাশিত একটি ফটোকার্ডকে বিকৃত করে জায়েদ খানকে নিয়ে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories