সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বেসরকারি টেলিভিশন সময় টিভির একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, ক্রিকেটার সাকিব আল হাসান দেশে ফিরেই বিভিন্ন কোম্পানির সাথে কাজ শুরু করে দিয়েছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
ঘন্টা খানেক আগে "সুতরাং আবার ও প্রমানিত হলো সাকিব আল হাসান ই ক্রিকেট এর মহা রাজা" নামের একটি ফেসবুক পেজে সময় টিভির লোগো যুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, "দেশে ফিরেই ফিতা কাটা-কাটি শুরু করে দিছে সুতরাং আবার ও প্রমানিত হলো সাকিব আল হাসান ই ক্রিকেট এর মহা রাজা"। উক্ত পোস্টে যুক্ত ফটোকার্ডে লেখা থাকতে দেখা যায়, "দেশে ফিরেই মাগির ফিতা কাটলো সাকিব আল হাসান"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে যুক্ত সময় টিভির ফটোকার্ডটি এডিটেড। প্রকৃতপক্ষে ক্রিকেটার সাকিব আল হাসানের একটি সিমেন্ট কোম্পানীর সাথে 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর' হিসেবে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে সময় টিভির প্রচারিত একটি ফটোকার্ডের লেখা এডিটের মাধ্যমে বিকৃত করে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
আলোচ্য ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে 'Cement and Steel company of Bangladesh' নামে একটি ফেসবুক পেজে 'New Brand Ambassador of Fresh Ultra Strong Cement "Sakib Al Hasan " ❤️❤️' ক্যাপশনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ ফ্রেশ আল্ট্রা স্ট্রং সিমেন্টের নতুন 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর' হিসেবে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান। ফেসবুক পোস্টটি দেখুন--
এছাড়া, সময় নিউজের ভেরিফায়েড ফেসবুক পেজেও আলোচ্য ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। ওই ফটোকার্ডে লেখা থাকতে দেখা যায়, 'দেশে ফিরেই সিমেন্ট কোম্পানীর সাথে চুক্তি সাকিবের'। সময় টিভির ফেসবুক পেজে ওই ফটোকার্ড যুক্ত পোস্টে এ সংক্রান্ত একটি খবরের লিংক দেয়া হয়। খবরটিতে বলা হয়, "এবার দেশের একটি শীর্ষস্থানীয় বণিজ্যিক গ্রুপের অনুষ্ঠানে হাজির সাকিব। প্রতিষ্ঠানটির উৎপাদিত সিমেন্টের 'শুভেচ্ছাদূত' হিসেবে দায়িত্ব নিয়েছেন সাকিব। শনিবার (১৬ সেপ্টেম্বর) সিমেন্ট কোম্পানিটির সঙ্গে চুক্তি করেন তিনি। প্রধান নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সাকিবের সঙ্গে চুক্তি সম্পন্ন করে প্রতিষ্ঠানটি।"। সময় টিভির ফেসবুক পোস্টটি দেখুন--
এবারে, আলোচ্য ফেসবুক পোস্টে সংযুক্ত ফটোকার্ড (বামে) এবং সময় টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া ফটোকার্ডটি (ডানে) দেখুন পাশাপাশি--
অর্থাৎ বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ডের লেখাকে এডিটের মাধ্যমে বিকৃত করে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং সময় টিভির তৈরি করা একটি ফটোকার্ডের লেখা এডিট করে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।