সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে একাধিক নিউজ পোর্টালের লিংক শেয়ার করে হেফাজত নেতা মাওলানা আজহারুল ইসলামের গ্রেফতারের খবর প্রকাশ করা হয়েছে। খবরটির সাথে গ্রেফতারকৃত ব্যক্তির ছবিও দেয়া হয়েছে। দেখুন এমন দুটি লিংক এখানে এবং এখানে।
আজ ১৫ জুন 'The Daily Inqilab' নামের ফেসবুক পেইজ থেকে একটি খবরের লিংক পোস্ট করে এতে বলা হয়েছে, "ঢাকায় হেফাজত নেতা মাওলানা আজহারুল ইসলাম গ্রেপ্তার"। পোস্টের সাথে ইনকিলাব পত্রিকার অনলাইন ভার্সনের শেয়ার করা খবরটির শিরোনামও একই রকম। খবরটির সাথে গ্রেফতারকৃত ব্যক্তির একটি ছবিও যুক্ত করা হয়েছে যেখানে একজন পাঞ্জাবি ও সাদা টুপি পরিহিত ব্যক্তিকে দেখা যাচ্ছে। দেখুন পোস্টটির স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দৈনিক ইনকিলাবের খবরে মাওলানা আজহারুল ইসলাম হিসেবে যে ছবি যুক্ত করা হয়েছে সেটি ভিন্ন ব্যক্তির। ছবিটি হেফাজত নেতা মাওলানা আজহারুল ইসলামের নয়। আজ একাধিক মূলধারার সংবাদমাধ্যমে মাওলানা আজহারুল ইসলামের গ্রেফতারের খবর ছবিসহ প্রকাশিত হয়েছে। দেখুন বিডিনিউজটুয়েন্টিফোরে প্রকাশিত এরকম একটি খবর যার শিরোনাম ছিল, 'হেফাজত নেতা আজহারুল নাশকতার মামলায় গ্রেপ্তার'--
এছাড়া আরেকটি অনলাইন পোর্টাল জাগোনিউজ একই খবর সেই ছবিসহ প্রকাশ করেছে। 'হেফাজত নেতা আজহারুল ইসলাম গ্রেফতার' শিরোনামে জাগোনিউজের খবরটি দেখুন--
এদিকে, দৈনিক ইনকিলাব পত্রিকায় মাওলানা আজহারুল ইসলামের নামে প্রকাশিত ছবিটির আসল ব্যক্তিকে খুঁজে পেয়েছে বুম বাংলাদেশ। ছবিটি মূলত আরেক হেফাজত নেতা মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীর। ২০২১ সালের এপ্রিল মাসে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে সেই ছবিটি পাওয়া গেছে। প্রতিবেদনটির শিরোনাম ছিল, 'Hefajat leader Habibullah Quasemi arrested from Dhaka'। দেখুন সেই প্রতিবেদনের স্ক্রিনশট--
দ্য ডেইলি স্টারের খবরটি পড়ুন এখানে।
এছাড়া সেই সময়ে বিডিনিউজটুয়েন্টফোরে প্রকাশিত খবরেও সেই ছবিটি পাওয়া গেছে। সেখানেও ছবিটির ব্যক্তির নাম 'হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী' হিসেবেই উল্লেখ করা হয়। দেখুন--
অর্থাৎ, ভিন্ন সময়ে ভিন্ন এক ব্যক্তির গ্রেফতারের পুরনো ছবিকে একাধিক সংবাদমাধ্যমে সদ্য আটক মাওলানা আজহারুল ইসলামের বলে দাবি করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।