সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি থাকা পাকিস্তানি নিউরোসায়েন্টিস্ট ডক্টর আফিয়া সিদ্দিকি মারা গেছেন। ছবিটিতে হাতকরা পরা এক নারীকে দেখতে পাওয়া যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৩ অক্টোবর "Sheikh Rabbany" নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে বর্ণনায় বলা হয়, "অবশেষে বিদায় নিলেন একজন হাফেজা বিশ্বের একমাত্র নিউরো সাইন্টিস্ট ড: আফিয়া সিদ্দিকা।" অর্থাৎ দাবি করা হচ্ছে পাকিস্তানি নিউরোসায়েন্টিস্ট ডক্টর আফিয়া সিদ্দিকা মারা গেছেন। পোস্টের বর্ণনায় ছবির নারীকে আফিয়া সিদ্দিকা বলেও দাবি করা হয়। দেখুন ওই পোস্টের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক
বুম বাংলাদেশ দেখেছে, ডক্টর আফিয়া সিদ্দিকার মৃত্যুর খবরটি সঠিক নয়। এছাড়া, পোস্টে ব্যবহৃত ছবিটিও যুক্তরাষ্ট্রে কারাবন্দী আফিয়ার নয় বরং এটি মিশরের মুসলিম ব্রাদারহুড নেতা ও দেশটির সাবেক ও প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির উপদেষ্টা আমিন আল শেরাফির মেয়ে কারিমা আর শেরাফির।
সার্চ করার পর জাতীয় ও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেই ডক্টর আফিয়া সিদ্দিকার মৃত্যু সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। বরং কাতারভিত্তিক প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা- "US protesters demand release and repatriation of Aafia Siddiqui" শিরোনামে গত ২১ অক্টোবর ডক্টর আফিয়ার মুক্তি ও প্রত্যাবাসনের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্ষোভের খবর প্রকাশিত হয়। আল জাজিরার খবরটিতে বলা হয়, "ডক্টর সিদ্দিকা বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ওর্থের ফেডারেল মেডিক্যাল সেন্টার (এফএমসি) জেলখানায় বন্দী রয়েছেন।" এছাড়া ডক্টর আফিয়া সিদ্দিকা সম্পর্কিত আর কোনো খবর গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ ডক্টর আফিয়া সিদ্দিকার মৃত্যুর খবরটি ভিত্তিহীন। খবরটির স্ক্রিনশট দেখুন--
অনুসন্ধানের পর দেখা গেছে ভাইরাল পোস্টে দৃশ্যমান হাতকড়া পরা নারীও ডক্টর আফিয়া সিদ্দিকা নন। সার্চ করার পর ছবিটি মিশরের আল আহরাম পত্রিকার অনলাইন ভার্সনে "PHOTO GALLERY: Egyptian activists on hunger strike, behind bars - Who's Who?" শিরোনামে একটি সচিত্র প্রতিবেদনে হুবহু ছবিটি খুঁজে পাওয়া গেছে। প্রতিবেদনে দৃশ্যমান কারাবন্দী নারীর নাম কারিমা আর শেরাফি বলে উল্লেখ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
এর সূত্রধরে সার্চ করার পর বৃটেন ভিত্তিক আরবিভাষী সংবাদমাধ্যম alaraby.co.uk-এর " كريمة الصيرفي.. زُمل السرير وسلالم النقابة" (স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদ- Karima El-Serafy.. the bed and the stairs of the union)" শিরোনামে একটি ফিচার প্রতিবেদনেও ছবিটি পাওয়া গেছে।
কারিমা আল শেরাফি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির উপদেষ্টা এবং মুসলিম ব্রাদারহুড নেতা আমিন আল শেরাফি মেয়ে এবং লেখিকা। ২০১৪ সালে কারিমা আল শেরাফিকে গ্রেফতার করে মিশরীয় পুলিশ এবং একই বছর তাকে মুক্তিও দেয়া হয়। কারিমা আল শেরাফির গ্রেফতার ও মুক্তি সম্পর্কিত খবর দুটি দেখুন এখানে এবং এখানে।
সুতরাং ভিন্ন নারীর ছবি দিয়ে পাকিস্তানি নিউরোসায়েন্টিস্ট ডক্টর আফিয়া সিদ্দিকার ভুয়া মৃত্যু খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে।