"হঠাৎ বিয়ে করলেন মিম-তাহসান" শিরোনামে একটি খবর ঢাকাটাইমস২৪ সহ কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত হয় গত ১৬ জুলাই। এরকম কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে ও এখানে।
এছাড়া কাছাকাছি শিরোনাম ("তাহসান-মিমের হঠাৎ বিয়ে") ব্যবহার করেও একটি খবর আরও কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। দেখুন এখানে ও এখানে।
এ ব্যাপারে মূলধারার খবরমাধ্যমগুলোতে দেখা যাচ্ছে, মূলত "হঠাৎ বিয়ে" নামক একটি নাটকে অভিনয় করছেন তাহসান এবং বিদ্যা সিনহা মিম। "হঠাৎ বিয়ে" নামের আগে-পরে উদ্ধরণ কমা ব্যবহার করে "তাহসান-মিমের 'হঠাৎ বিয়ে" শিরোনামের প্রতিবেদনে সময় টিভির ওয়েবসাইটে বলা হয়েছে--
"গায়ক অভিনেতা তাহসান খান ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম 'হঠাৎ বিয়ে' শিরোনামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করলেন। এটি পরিচালনা করেছেন ওসমান মিরাজ। ঈদুল আজহায় ওয়েব ফিল্মটি বেসরকারি একটি টেলিভিশনে প্রচার হবে"।
এছাড়া জাগোনিউজ২৪ এ খবরটি প্রকাশিত হয় একই "তাহসান-মিমের 'হঠাৎ বিয়ে'" শিরোনামে। অর্থাৎ সময়টিভি এবং জাগোনিউজ২৪ উভয়ই 'হঠাৎ বিয়ে' অংশটিকে উদ্ধরণ কমার ভিতরে রেখে প্রকাশ করলেও বেশ কিছু অনলাইন পোর্টালে সেটি একেবারেই তাহসান-মিমের বিবাহের খবর হিসেবে প্রকাশ করে। যদিও ওইসব পোর্টালের প্রতিবেদনের ভেতরে উক্ত নাটকের খবরই দেয়া হয়েছে। তবু তাদের শিরোনাম ছিল বিভ্রান্তিকর।