সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে রোবটসদৃশ নারীর সাথে টেসলার মালিক ইলন মাস্কের কিছু ছবি পোস্ট করে লেখা হচ্ছে, রোবট বউ বাজারে এনেছেন ইলন মাস্ক। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২১ মে 'Sabana Ahmed' নামে একটি আইডি থেকে এমন একটি ছবি পোস্ট করে লেখা হয়, "বিশ্বের সেরা তিন ধনী এক বেটারও বউ নাই। এখন বুঝেন বিবাহ মানে কি। তাই এই বেটা এলন মাস্ক মনের দু:খে এখন রোবট বউ বাজারে এনেছে তো বেটায় রোবট জামাই কবে আনবে বাজারে? 😏" স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ ওই পোস্টে দাবি করা হচ্ছে, রোবট বউ তৈরি করে বাজারে আনছেন ইলন মাস্ক।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। পোস্টের ছবিটি বাস্তব নয় বরং সময়ের আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই টুলের মাধ্যমে তৈরি।
কি-ওয়ার্ড সার্চ করে ফ্রান্স টোয়েন্টিফোরের ওয়েবসাইটে 'No, Elon Musk is not building a 'robot wife'' শিরোনামে একটি ফ্যাক্ট চেক ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, আলোচ্য ছবিটি আসলে একটি এআই নির্মিত ছবি। স্ক্রিনশট দেখুন--
এদিকে, ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে 'art_is_2_inspire' নামে একটি ইন্সটাগ্রাম একাউন্টে আলোচ্য ছবিটিসহ দুটি ছবি নিয়ে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্ট থেকে জানা যায়, ওই ব্যক্তি ইলন মাস্কের আলোচ্য ছবিটিসহ আরো কিছু ছবি আর্টিফিশাল ইন্টেলিজেন্স বা এআই টুলের মাধ্যমে তৈরি করেছেন। ইন্সটাগ্রাম পোস্টটির স্ক্রিনশট দেখুন--
উল্লেখ্য, art_is_2_inspire নামের ওই ইন্সটাগ্রাম একাউন্টটি একজন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর পরিচালনা করেন। ওই ব্যক্তি ইলন মাস্ক ছাড়াও এপর্যন্ত অসংখ্য বিখ্যাত ব্যক্তির ছবি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করেছেন। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, ওই ইন্সটাগ্রাম একাউন্ট থেকে পাওয়া ফেসবুক লিংকের সূত্র ধরে পাওয়া ফেসবুক একাউন্ট Guerrero Art-এ গিয়েও খুঁজে পাওয়া যায় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ইলন মাস্ক, বারাক ওবামা, মার্ক জাকারবার্গ ও পোপ ফ্রান্সিসসহ আরো অনেকের ছবি। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ এআই টুলের সাহায্যে নারী রোবটের সাথে ইলন মাস্কের ওই ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, Artificial Intelligence (AI)-টুলের সাহায্যে তৈরি নারী রোবটের সাথে ইলন মাস্কের ছবিকে বাস্তব ছবি হিসেবে দাবি করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।