HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মিশরীয় আবৃত্তিকারের মৃত্যুর খবরের সাথে ভিন্ন ব্যক্তির ছবি প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, মিশরীয় আবৃত্তিকার আব্দুল্লাহ কামেলের মৃত্যুর খবরের সাথে অন্য ব্যক্তির ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 5 May 2023 9:16 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে সম্প্রতি ভাইরাল হওয়া নামাজরত একজন ইমামের ভিডিও বা ছবি যুক্ত করে তাকে মিশরীয় আবৃত্তিকার আব্দুল্লাহ কামেল দাবি করে বলা হচ্ছে, তিনি সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানেএখানে, এখানে ও এখানে

গত ২৮ এপ্রিল 'আকচর গ্রাম' নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "Inna Lillahi Wa Inna Ilayhi Raji’un 😢 ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন 😢💔🥀 #মৃত্যু #মৃত্যুシ #death আকচর গ্রাম। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর এবং তোমার দীনের উপর আমাদের কবুল করো আমিন জীবন এক গল্পের নাম যা শেষ হয় মৃত্যু দিয়ে Abdullah Kamel, The Famous Reciter of Egypt, Passed Away. He Had a Prominent Position in the Art of Reading. He Was Loved All Over Arab World. Sheikh Mashari Al-afasi Wrote on His Death "Today We Have Lost a Great Reader". He Was Associated With Al-tawheed Mosque in the American State of New Jersey for the Past Few Years. May Allah Have Mercy on Him. সবাই কে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--


অর্থ্যাৎ ভিডিওটিতে উপস্থিত ব্যক্তিকে মৃত্যবরণকারী আব্দুল্লাহ কামেল হিসেবে দেখানো হয়েছে।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওর ব্যক্তি আলজেরিয়ার একজন ইমাম, শেখ ওয়ালিদ মেহসাস যিনি কিছুদিন আগে বিড়ালপ্রেমী হিসেবে ইন্টারনেটে ভাইরাল হয়েছিলেন। অন্যদিকে, মিশরীয় আবৃত্তিকার আব্দুল্লাহ কামেল একজন ভিন্ন ব্যক্তি, যিনি যুক্তরাষ্ট্রে গত ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেছেন।

পোস্টে যুক্ত ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের ওয়েবসাইটে "Watch: Imam continues prayer even as cat jumps on him, stays on his shoulder" শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওতে দেখানো ব্যক্তি আলজেরিয়ার একটি মসজিদের ইমাম। স্ক্রিনশট দেখুন--


এছাড়াও রয়টার্সের ভেরিফায়েড টুইটার একাউন্টে করা একটি পোস্ট থেকেও জানা যায় একই তথ্য। টুইটার পোস্টটি দেখুন--

ভিডিওতে দেখানো আলজেরিয়ান ওই ইমামের পরিচয় জানতে সার্চ করে বিবিসির ওয়েবসাইটে গত ৫ এপ্রিল প্রকাশিত "Cat jumps on imam leading Ramadan prayers in Algeria" শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ওয়ালিদ মেহসাস নামের ওই ইমাম আলজেরিয়ায় অবস্থিত বোর্জ বো আরেরিজ নামে একটি মসজিদে ইমামতি করছিলেন। নামাজ চলাকালে একটি বিড়াল তার শরীর বেয়ে কাঁধে উঠে যায়। অর্থ্যাৎ ভিডিওতে দেখানো ব্যক্তির নাম ওয়ালিদ মেহসাস। স্ক্রিনশট দেখুন--


অন্যদিকে, আলোচ্য পোস্টের ক্যাপশনে উল্লেখিত মিশরীয় আবৃত্তিকার আব্দুল্লাহ কামেলের পরিচয় জানতে সার্চ করে ভারতীয় গণমাধ্যম ইস্টার্ন হেরাল্ডের ওয়েবসাইটে গত ২৭ এপ্রিল 'The Death Of A Young Egyptian Preacher In America, Twitter Cried.. So Who Is The Ambassador Of The Qur’an And The Owner Of The Sweet Voice?' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, শেখ আব্দুল্লাহ কামেল মিশরের একজন বিখ্যাত আবৃত্তিকার। এছাড়াও, তিনি রমজান মাসে নিউইয়র্কের ব্রুকলিনে তারাবীহ নামাজে ইমামতিও করেছেন। গত ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে ৩৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। স্ক্রিনশট দেখুন--


আরো সার্চ করে, যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম দ্য রিপাবলিক মনিটরের ওয়েবসাইটেও "Sheikh Abdullah Kamel: Prominent Egyptian Reciter Passed Away At The Age Of 38" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে আব্দুল্লাহ কামেল নামে মিশরীয় আবৃত্তিকারের ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচ্য পোস্টে দেখানো ব্যক্তি এবং আব্দুল্লাহ কামেল ভিন্ন ব্যক্তি। স্ক্রিনশট দেখুন--


অর্থ্যাৎ মিশরীয় আবৃত্তিকার এবং কোরআন তেলাওয়াতকারী শেখ আব্দুল্লাহ কামেলের মৃত্যুর খবরের সাথে আলজেরিয়ান ইমাম ওয়ালিদ মেহসাসের ছবি যুক্ত করে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories