সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে কর্দমাক্ত রাস্তার উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীল শাড়ি পরা ও খালি পায়ে তোলা একটি ছবি পোস্ট করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৫ জুলাই "Cplus Cumillatv" নামে একটি ফেসবুক পেজে এমন একটি ছবি পোস্ট করে লেখা হয়, "নতুন রাস্তা উদ্ভাবনের জন্য এসেছে।💔🌚🐸"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি এডিটেড। ২০১৭ সালে কক্সবাজারের মেরিন ড্রাইভের উদ্বোধন করার সময় ইনানী সমুদ্র সৈকতে তোলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবিকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে ২০১৭ সালের ৬ মে "সাগর সে তার ধোয়ায় পা’টি" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে আলোচ্য ছবির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এবারে আলোচ্য ছবি (বামে) এবং উপরের প্রতিবেদন থেকে পাওয়া ছবিটি (ডানে) দেখুন পাশাপাশি--
আরো সার্চ করে অনলাইন পোর্টাল জাগো নিউজের ইউটিউব চ্যানেলে ওই একই দিনে "সৈকতে খালি পায়ে প্রধানমন্ত্রী" শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতে আলোচ্য ছবির মতন পোশাকে প্রধানমন্ত্রীকে দেখা যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
অর্থ্যাৎ ২০১৭ সালে কক্সবাজারে ইনানী সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তোলা ছবিকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে তোলা প্রধানমন্ত্রীর ছবিকে এডিটের মাধ্যমে বিকৃত করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।