সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল২৪ "কাঁচা হাতে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে হত্যাচেষ্টার নাটক সাজাচ্ছে হাসনাত-সারজিস" শিরোনামে একটি সংবাদের ফটোকার্ড প্রচার করেছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ২৭ নভেম্বর 'Mujib Radical' নামে একটি ফেসবুক পেজ থেকে এমন একটি ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফটোকার্ডটি সম্পাদিত। বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের একটি ফটোকার্ড সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে।
চ্যানেল২৪ এর ভেরিফাইড ফেসবুক পেজে সার্চ করে দাবি অনুযায়ী শিরোনামের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। গণমাধ্যমটির ওয়েবসাইটেও এমন শিরোনামের কোনো সংবাদ পাওয়া যায়নি। এমনকি সার্চ করে চ্যানেল২৪ সহ কোনো গণমাধ্যমের কোনো সংস্করণেই আলোচ্য দাবি সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি।
গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত অন্যান্য ফটোকার্ডের সাথে আলোচ্য ফটোকার্ডটির বেশকিছু অসঙ্গতি পাওয়া যায়। তবে ফটোকার্ডটিতে উল্লিখিত তারিখ (২৭ নভেম্বর) অনুযায়ী চ্যানেল২৪ এর ভেরিফাইড ফেসবুক পেজে খুঁজে ঐদিন প্রকাশিত মূল ফটোকার্ডটি পাওয়া যায়। আলোচ্য ফটোকার্ড (বামে) ও চ্যানেল২৪ এর ভেরিফাইড ফেসবুক পেজে পাওয়া মূল ফটোকার্ড (ডানে) এর পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি সম্প্রচার মাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য গত ২৭ নভেম্বর বুধবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সারজিস আলমের বহরের একটি গাড়ি। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যানেল২৪ এর একটি ফটোকার্ডকে বিকৃত করে ভুল তথ্যসহ প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।