সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি পোস্ট করে বলা হচ্ছে, বিএনপি ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিএনপির প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৭ নভেম্বর ‘Md Mostafizur Rahman’ নামক অ্যাকাউন্ট থেকে বিজ্ঞপ্তির ছবিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “বিএনপিকে ধন্যবাদ হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য, ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিএনপির প্রেস বিজ্ঞপ্তি।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বিএনপির নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে এটি প্রচার করা হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বিবৃতিটি ভুয়া বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
প্রচারিত বিজ্ঞপ্তিটিতে এটি প্রকাশের তারিখ উল্লেখ করা হয়েছে ২৭ নভেম্বর; তবে বিএনপি'র অফিশিয়াল ওয়েবসাইট, ভেরিফাইড ফেসবুক পেজ এবং মিডিয়া সেল এর ফেসবুক পেজে (ভেরিফাইড) এরকম কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।
গণমাধ্যম বা গ্রহণযোগ্য কোনো মাধ্যমেই এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুম বাংলাদেশকে জানান, "এটা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলকভাবে একটি পক্ষ প্রচার করা হচ্ছে"।
এছাড়া, বিএনপির একটি অফিশিয়াল বিজ্ঞপ্তির একটি নমুনা (বামে) এবং ফেসবুকে প্রচারিত আলোচ্য বিজ্ঞপ্তি (ডানে) পাশাপাশি দেখুন, দুটির মধ্যে ফন্টের পার্থক্য রয়েছে--
অর্থাৎ বিএনপির নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।
সুতরাং সামাজিক মাধ্যমে বিএনপির নামে ভুয়া বিজ্ঞপ্তি তৈরি করে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।