সামাজিক মাধ্যমে একাধিক অনলাইন পোর্টালের একটি খবরের বরাতে দাবি করা হচ্ছে, "আটক হয়েছেন একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানা"। দেখুন এমন কিছু ফেসবুক পোস্টের লিংক এখানে, এখানে এবং এখানে।
আজ ২৯ এপ্রিল মাফিয়াটিভি নামের একটি অনলাইনে 'আপত্তিকর অবস্থায় আবাসিক হোটেলে আটক ৭১ টিভির উপস্থাপিকা ফারজানা মিথিলা' শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। খবরটির সাথে দুটি ছবিও প্রকাশ করা হয়। দেখুন--
আরেকটি খবরের আর্কাইভ দেখুন এখানে।
ব্লগটিতে পোস্ট করা ২৮ এপ্রিলের প্রতিবেদনটি আরও কিছু অখ্যাত অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। দেখুন-
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, মিথিলা ফারজানার আটক হওয়ার খবরটি ভিত্তিহীন।
সর্বপ্রথম খবরটি প্রকাশ করা অনলাইন পোর্টালটি কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম নয়। কেননা উক্ত অনলাইন পোর্টালের ইউআরএলটি (1wwwbalerkontho.wordpress.com) যথেষ্ট সন্দেহজনক। এটি ওয়ার্ডপ্রেসে ফ্রি ডোমেইনে হোস্ট করা একটি ব্লগ।
দ্বিতীয়ত, খবরে প্রকাশিত দুটি ছবির একটি মিথিলা ফারজানার হলেও বামের ছবিটি তার নয়। জাগো নিউজ ২৪ এ ২০১৮ সালের ২৪ নভেম্বর এই ছবি-সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। 'সৌদিতে যৌনদাসী ছিলাম' শিরোনামের প্রতিবেদনটি দেখুন নিচে--
তাছাড়া খবরটিতে র্যাবের একটি সুত্রের কথা বললেও সেটি স্পষ্ট নয়। যেমন সংশ্লিষ্ট র্যাবের কোনো দপ্তর কিংবা কোনো দায়িত্বশীলের নাম খবরটিতে উল্লেখ করা হয়নি।
এদিকে একাত্তার টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানাকে ২৯ এপ্রিল (খবরটি অনলাইনে ছড়িয়ে পড়ার একদিন পর) টিভি চ্যানেলেটিতে অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা গেছে।
অর্থাৎ বিভ্রান্তিকর সুত্রের বরাত দিয়ে ভিন্ন প্রেক্ষাপটের পুরোনো ছবি ব্যবহার করে একাত্তর টিভির উপস্থাপক আটক হওয়ার ভিত্তিহীন খবরটি ছড়ানো হয়েছে।