HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভারতের অসুস্থ শিশু আফিয়াকে বাংলাদেশি দাবি করে সাহায্যের আবেদন

বুম বাংলাদেশ দেখেছে, ভারতের শিশু আফিয়াকে বাংলাদেশের হাওয়া দাবি করে অর্থ সাহায্যের আবেদন করা হচ্ছে, যা প্রতারণামূলক।

By - Ummay Ammara Eva | 30 Nov 2022 5:15 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি অসুস্থ শিশুর ছবি শেয়ার করে বলা হচ্ছে, শিশুটির বাড়ি সিরাজগঞ্জে। টিউমারে আক্রান্ত শিশুটি টাকার অভাবে চিকিৎসা পাচ্ছে না। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানেএখানে

গত ১৯ নভেম্বর "Bahaddarhat,Chattogram-বহদ্দারহাট,চট্টগ্রাম" নামের একটি পাবলিক গ্রুপে "বাতাসী জন্নাত মহিলা মাদ্রাসা" নামের একটি আইডি থেকে একটি অসুস্থ শিশুর ছবি দিয়ে বলা হয়, "ছোট্ট মেয়ে জান্নাত আক্তারের মরনব্যেধি টিউমার হয়েছে, সে এখন এনায়েতপুর খাজা ইউনূস মেডিকেলে ভর্তি আছে।

চিকিৎসকরা জানিয়েছেন এই টিউমারটি খুবই মারাত্মক একটি অসুখ, এই টিউমারের কারনে পেট খুব তারাতাড়ি ফুলে যায়। জরুরি চিকিৎসা না করতে পারলে রুগিকে বাচানো সম্ভব হয় না। ছোট্ট জান্নাতের অপারেশন করতে প্রায় ৬ লাখ টাকা প্রয়োজন। কিন্তু জান্নাতের পিতা গার্মেন্টস কর্মী জামিল হোসেন এতো টাকা কোথায় পাবে,তার কাছে সব মিলিয়ে ১ লাখ টাকার মতো আছে,, আরো ৫ লাখ টাকা জোগার না করতে পারলে এই মায়া ভরা চেহারার জান্নাত কে হয়তো বাচানো যাবে না। প্লিজ ভাইয়া এবং বোনেরা নিজের মেয়ের কথা মনে করে আপনারা যারাই এই পোষ্টটা দেখবেন দয়া করে ৫০, ১০০,২০০,৫০০,১০০০,২০০০,৫০০০ যে যতটুকু পারবেন সাহায্য করুন😥😥😥। আল্লাহ জান্নাতকে শিফা দান করুন, (আমিন)"....  আবার ওই পোস্টটিতে আর্থিক সাহায্য পাঠানোর জন্য মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ, রকেট ও নগদের ফোন নম্বর যুক্ত করা হয়েছে। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন---


পোস্টে সংযুক্ত ছবিগুলো দেখুন আলাদাভাবে---


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবির শিশুটি বাংলাদেশের জান্নাত আক্তার নয় বরং ভারতের মুম্বাইয়ের আফিয়া, যে Gaucher's disease নামের একটি দুর্লভ জেনেটিক রোগে ভুগছে।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ভারতের অসহায় ও দুঃস্থদের জন্য অর্থ উত্তোলনকারী সংস্থা 'Ketto'-র ভেরিফায়েড ফেসবুক পেজে আলোচ্য ছবিগুলো খুঁজে পাওয়া যায়, যা ২০১৯ সালের ৭ জানুয়ারি পোস্ট করা হয়। ওই ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ৬ বছর বয়সী আফিয়া নামের এই শিশুটি Gaucher's disease নামের একটি জেনেটিক রোগে ভুগছে। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

কিটোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও আলোচ্য শিশুটির ছবি খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View

ফেসবুকের সূত্র থেকে 'Ketto'-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে "Please save my Aafiya, she is on the verge of dying" শিরোনামে শিশুটির ছবি খুঁজে পাওয়া যায়। ওই ওয়েবসাইটে শিশুটির সংযুক্ত ছবি দেখে বোঝা যায় যে আলোচ্য ছবির শিশু এবং ওয়েবসাইটের শিশুটি একই জন। স্ক্রিনশট দেখুন--

নিবন্ধটি দেখুন এখানে

অর্থ্যাৎ ভারতের অসুস্থ শিশু আফিয়ার ছবিকে বিভ্রান্তিকরভাবে বাংলাদেশের জান্নাত আক্তারের বলে দাবি করা হচ্ছে।

সুতরাং ভারতের অসুস্থ শিশুর ছবি দিয়ে, তাকে বাংলাদেশের শিশু দাবি করে অর্থ সাহায্য চাওয়া হচ্ছে ফেসবুকে, যা প্রতারণাপূর্ণ।

Tags:

Related Stories