HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

আয়ুষ্মান খুরানার 'দিল দিল পাকিস্তান' গান গাওয়ার এই ভিডিওটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, দুবাইয়ে এক অনুষ্ঠানে পাকিস্তানি ভক্তদের জন্য 'দিল দিল পাকিস্তান' গান গাওয়ার ভিডিওটি ছয় বছর আগের।

By - Tausif Akbar | 1 Feb 2024 12:26 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, 'দিল দিল পাকিস্তান' গান গেয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে

গত ৩০ জানুয়ারি 'Rtv Bangla News' নামের ফেসবুক পেজ থেকে "পাকিস্তান জিন্দাবাদ গান গাইলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা” ক্যাপশনে একটি ভিডিও প্রতিবেদন পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সম্প্রতি আয়ুষ্মান খুরানা 'দিল দিল পাকিস্তান' গানটি গেয়ে শোনাননি বরং এটি ছয় বছর আগে (২০১৭ সালে) দুবাইয়ের এক অনুষ্ঠানে পাকিস্তানি ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে গাওয়া গানের ভিডিও। একই মঞ্চে তিনি ভারতীয় 'চাক দে ইন্ডিয়া' সহ বেশকিছু গানও গেয়েছিলেন।

ইংরেজিতে 'দিল দিল পাকিস্তান' ও 'আয়ুষ্মান খুরানা' কি-ওয়ার্ড ব্যবহার করে সার্চ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম 'গালফ নিউজ'-এ ২০১৭ সালের ২৮ অক্টোবর 'Ayushmann Khurrana and Ali Zafar get Dubai dancing' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "আয়ুষ্মান খুরানা ও তার ভাই অপারশক্তি খুরানা ২০১৭ সালের ২৭ অক্টোবর দুবাইয়ের একটি টেনিস স্টেডিয়ামে এমটিভি ইন্ডিয়ার আনপ্লাগড কনসার্টে পাকিস্তানি ভক্ত ও দর্শকদের 'দিল দিল পাকিস্তান' গানটি উৎসর্গ করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। শেষে তিনি 'চাক দে ইন্ডিয়া' গানটিও গেয়েছিলেন (অনূদিত ও সংক্ষেপিত)।" প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে ইউটিউবে 'Selfie TV' নামের একটি চ্যানেল থেকে ২০১৭ সালের ২০ নভেম্বর 'Ayushman Khurana Giving Tribute to all asian countries through his punjabi singing in Dubai' শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর শিরোনাম বঙ্গানুবাদ দাঁড়ায়, "আয়ুষ্মান খুরানা দুবাইতে পাঞ্জাব ভাষার গানের মাধ্যমে সমস্ত এশিয়ান দেশকে শ্রদ্ধা জানিয়েছেন"। ভিডিওটির স্ক্রিনশট দেখুন--



ভিডিওটি পর্যবেক্ষণ করে আয়ুষ্মান খুরানাকে পাকিস্তানি ভক্তদের জন্য 'দিল দিল পাকিস্তান', বাংলা ভাষাভাষীদের জন্য বাংলায় দুটি বাক্য উচ্চারণ ও ভারতীয় 'চাক দে ইন্ডিয়া' গানটিও গাইতে দেখা যায়।

অর্থাৎ ভিডিওটি ২০১৭ সালের একটি অনুষ্ঠানের যেখানে আয়ুষ্মান খুরানা পাকিস্তানি ভক্ত ও শ্রোতাদের জন্য 'দিল দিল পাকিস্তান' গানটি গেয়েছিলেন।

সুতরাং ফেসবুকে আয়ুষ্মান খুরানার ছয় বছর আগের একটি অনুষ্ঠানে গান গাওয়ার ভিডিও সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories