সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ও ডি মারিয়ার ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, মার্চ মাসে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা দল। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২ জানুয়ারি ডিসেম্বর 'Argentina Football Team' নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "মার্চ মাসে বাংলাদেশে আসতে চলেছে আমাদের সবার প্রিয় টিম আর্জেন্টিনা"। পোস্টের স্ক্রিনশট দেখুন--
পোস্টটিতে আর্জেন্টিনার কোন দল আসছে তা নিশ্চিত করে বলা হয়নি। তবে পোস্টে ফুটবল তারকাদের ছবি দেয়ার ফলে পোস্টগুলোর কমেন্ট সেকশনে একাধিক ফেসবুক ব্যবহারকারী বিভ্রান্তি প্রকাশ করেছেন। কেউ কেউ আর্জেন্টিনা ফুটবল দল আসবেন ধারণা করে শুভ কামনাও জানিয়েছেন। দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আর্জেন্টিনা ফুটবল দল নয় আর্জেন্টিনার কাবাডি দলের ঢাকায় আসার কথা জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের একজন কর্মকর্তা।
কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, মূলধারার সংবাদমাধ্যম প্রথম আলোর অনলাইন সংস্করণে 'আর্জেন্টিনার কাবাডি দল আসছে ঢাকায়' শিরোনামে ১ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে জানানো হয়, "বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক নেওয়াজ সোহাগ প্রথম আলোকে বলেন, 'আর্জেন্টিনা কাবাডি দল ঢাকায় আসছে, এটা এখন নিশ্চিত করেই বলতে পারছি। টুর্নামেন্টে খেলার সম্মতি জানিয়ে তারা আমাদের চিঠি দিয়েছে ২৯ ডিসেম্বর। ওরা এলে ভালোই হবে। বিশ্ব কাবাডিতে আর্জেন্টিনার র্যাঙ্কিং সেরা ১০–এ আছে।' স্ক্রিনশট দেখুন--
এছাড়া, গত বছরের ২১ ফেব্রুয়ারি দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে "মার্চে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা দল!" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদেনে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে আর্জেন্টিনা কাবাডি দল বাংলাদেশে আসতে ইচ্ছুক বলেও উল্লেখ করা হয়েছিল।
অর্থাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের দেয়া তথ্য অনুযায়ী আর্জেন্টিনা কাবাডি দল তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকা আসছে, ফুটবল দল নয়।
প্রসঙ্গত, আগামী ১১-২২ মার্চ ঢাকায় তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আর্জেন্টিনা ফুটবল দল কি বাংলাদেশে আসছে?
বাংলাদেশের মূলধারার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমান ফিফা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশে আনার পরিকল্পনা খবর প্রকাশিত হয়েছে। তন্মধ্যে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে 'মেসিকে বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যা গত ১৬ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসার বরাতে মেসিকে বাংলাদেশে নিয়ে আসার ইচ্ছার কথা উল্লেখ করা হয়। স্ক্রিনশট দেখুন--
এছাড়া, অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম ঢাকা পোস্টে গত ২৭ ডিসেম্বর "মেসির আর্জেন্টিনাকে আবারও বাংলাদেশে আনার পরিকল্পনা" শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বরাতে জানানো হয়, আগামী মার্চ মাসে প্রথমবারের মতো আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। সেই সফরে তাঁর সাথে আলোচনায় বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার বিষয়টিও তুলে ধরা হবে বাংলাদেশের তরফ থেকে।
অর্থাৎ মেসিদের বাংলাদেশের আসার বিষয়টি এখনো নিশ্চিত নয়।
সুতরাং আর্জেন্টিনার কাবাডি দলের বাংলাদেশে আসার খবরকে বিভ্রান্তিকরভাবে আর্জেন্টিনা ফুটবল দলের বাংলাদেশের সফর দাবি করে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।