HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভারতের অসুস্থ শিশু আরাসালানকে বাংলাদেশি দাবি করে সাহায্যের আবেদন

বুম বাংলাদেশ দেখেছে, ভারতের অসুস্থ শিশু আরসালানকে বাংলাদেশি রায়হান দাবি করে সাহায্যের আবেদন করা হচ্ছে, যা প্রতারণাপূর্ণ।

By - Ummay Ammara Eva | 11 Sept 2022 6:24 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি অসুস্থ শিশুর ছবি শেয়ার করে বলা হচ্ছে, রায়হান নামের শিশুটি লিভার ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় চার লাখ টাকা প্রয়োজন। ওই পোস্টে শিশুটির জন্য আর্থিক সাহায্যের আবেদন করা হয়। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ২২ আগস্ট "life line ヅ" নামের একটি পাবলিক গ্রুপে "জহুরুল ইসলাম" নামের একটি আইডি থেকে একটি অসুস্থ শিশুর ছবি শেয়ার করে বলা হয়, "রায়হান লিভার ক্যান্সারে আক্রান্ত। আপনি হয়তো সাহায্য নাই করতে পারেন, অন্তত শেয়ার করতে পারবেন তো? শিশুটির চিকিৎসার জন্য প্রায় চার লাখ টাকা প্রয়োজন ।আপনাদের সামর্থ্য অনুযায়ী দু'একশ/হাজার-৫০০/=টাকা করে হলেও একটু সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিবেন প্লিজ। আপনার দেওয়া সাহায্যটুকুর কারনে এই শিশুটি সুন্দর একটা জীবন ফিরে পাবে।" আবার ওই পোস্টটিতে আর্থিক সাহায্য পাঠানোর জন্য মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও নগদের ফোন নম্বর যুক্ত করা হয়েছে। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


পোস্টে সংযুক্ত ছবিগুলো দেখুন আলাদাভাবে--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবির শিশুটি বাংলাদেশের রায়হান নয় বরং ভারতের মহারাষ্ট্র প্রদেশের আরসালান, যে Gaucher's disease নামের একটি বিরল রোগে ভুগছে।

ছবিটি দিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতের অসহায় ও দুঃস্থদের জন্য অর্থ উত্তোলনকারী সংস্থা 'Impact Guru' এর ভেরিফায়েড ফেসবুক পেজে আলোচ্য ছবিগুলো খুঁজে পাওয়া যায়, যা গত ২৬ জুলাই পোস্ট করা হয়। ওই ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ২ বছর বয়সী আরসালান নামের এই শিশুটি Gaucher's disease নামের একটি বিরল রোগে ভুগছে। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

Impact Guru-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও আলোচ্য শিশুটির ছবি খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View

ফেসবুকের সূত্র থেকে 'Impact Guru'-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে "Bloated Belly And Weakened Bones, Arasalan Needs Immediate Help!" শিরোনামে শিশুটির ছবি খুঁজে পাওয়া যায়। ওই ওয়েবসাইট থেকে জানা যায়, শিশুটির চিকিৎসার জন্য প্রায় ২৪ লক্ষ টাকার প্রয়োজন। শিশুটি বর্তমানে মুম্বাইয়ের প্যারেলের KEM Hospital-এ ভর্তি আছে। স্ক্রিনশট দেখুন--

নিবন্ধটি দেখুন এখানে

অর্থ্যাৎ ভারতের অসুস্থ শিশু আরসালানের ছবিকে বিভ্রান্তিকরভাবে বাংলাদেশের রায়হানের বলে দাবি করা হচ্ছে।

সুতরাং ভারতের অসুস্থ শিশুর ছবি দিয়ে তাকে বাংলাদেশের শিশু দাবি করে অর্থ সাহায্য চাওয়া হচ্ছে ফেসবুকে, যা প্রতারণাপূর্ণ।

Tags:

Related Stories