সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের রাজনৈতিক নেতা মাওলানা ফজলুর রহমানের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তাকে বিমানযাত্রায় মদ পরিবেশন করা হয়েছিল।
এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
ছবিতে দেখা যায়, মাওলানা ফজলুর রহমান বিমানের আসনে বসে আছেন আর তার পাশের টেবিলে রাখা রয়েছে একটি জ্যাক ডানিয়েল হুইস্কির বোতল ও গ্লাস।
বুম বাংলাদেশ যাচাই করেছে ছবিটি সম্পাদনা করে অ্যালকোহল বোতল ও গ্লাস সহ টেবিল জোড়া দেয়া হয়েছে।
বাংলাদেশে সম্পাদনাকৃত ছবিটি ছড়ানোর আগে ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয়।
মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের সুন্নি দেওবন্দী রাজনৈতিক দল জমিয়াতে-ই-উলেমা-ই-ইসলাম এর একাংশ (জেইউআই-এফ) এর প্রধান।
২০১৯ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিভিন্ন নীতির বিরুদ্ধে মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে ''আজাদি মার্চ" নামে এক ব্যাপক প্রতিবাদ আন্দোলন করে বিরোধী দলগুলো। তার পিতা মুফতি মেহমুদ এক সময় খাইবারে মুখ্যমন্ত্রী ছিলেন।
রিভার্স সার্চ করে পাকিস্তানি একটি ফেসবুক পেজ জমিয়াত তালবা ইসলামের ২০১৯ সালের ১৫ অগস্টের একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়।
আসল ছবিটিতে মাওলানা ফজলুর রহমানকে ফাঁকা টেবলে কুনুই ঠেকিয়ে বসে থাকতে দেখা যায়। নীচে ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেওয়া হল।
গত ২ সেপ্টেম্বরের নতুন একটি ফেসবুক পোস্টেও ফজলুর রহমানের আসল ছবিটি পাওয়া যায় ।
প্রতিবেদনটি বুম লাইভ- এর এই প্রতিবেদন অবলম্বনে তৈরি।