HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

আইনুদ্দিন আল আজাদের মরদেহের ছবিটি সাম্প্রতিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, ২০১০ সালে সড়ক দুর্ঘটনায় নিহত শিল্পী আইনুদ্দিনের মরদেহের ছবিটি ২০১৫ সালেও ফেসবুকে পোস্টে দেখা গেছে।

By - Ummay Ammara Eva | 31 Oct 2022 1:56 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও গ্রুপে একটি মৃতদেহের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ২০১০ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হন ইসলামী সঙ্গীতশিল্পী আইনুদ্দিন আল আজাদ। সম্প্রতি তাঁর কবরটি ভেঙ্গে গেলে দেখা যায় তাঁর লাশটি অক্ষত রয়েছে, পঁচেনি এবং এই ছবিটি ১২ বছর পরও তাঁর অক্ষত লাশের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ১১ অক্টোবর "Raju Tuhin" নামে একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, "আসসালামু আলাইকুম। যেই লাশ টি দেখছেন। তিনি ছিলেন কলরবের পরিচালক ও শিল্পী আইনুদ্দিন আল আজাদ (রহ) তার মৃত্যু হয়েছে প্রায় ১০থেকে ১২বছর আগে। কয়েক দিন আগে তার কবর টা বৃষ্টির পানি পরে ভেঙে গিয়েছিল।তারপর কবর ঠিক করার জন্য এসে দেখল যে। তার লাশ আগের মতোই আছে। অর্থাৎ পঁচে নি।।কারণ তিনি শাহাদাত বরণ করেছিলেন। আর যারা শহিদ হয় তাদের লাশ পচে না। এটা আল্লাহ তায়ালা নিজেই বলেছেন তার কোরআনের মধ্যে।।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি ইসলামী সঙ্গীতশিল্পী আইনুদ্দিন আল আজাদের মরদেহের ছবিটি সাম্প্রতিক হওয়ার দাবিটি সঠিক নয়। ছবিটি ২০১৫ সালেও এই শিল্পীকে স্মরণ করে দেয়া ফেসবুক পোস্টে খুঁজে পাওয়া যায়। আইনুদ্দিন আল আজাদের পরিচালিত ইসলামী সঙ্গীত শিল্পীগোষ্ঠী কলরবের পক্ষ থেকে সম্প্রতি তাঁর কবর ভেঙ্গে যাওয়া কিংবা লাশ অক্ষত থাকার খবরকে ভুয়া হিসেবে বুম বাংলাদেশকে নিশ্চিত করা হয়েছে।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ছবিটি 'আইনুদ্দীন আল আজাদ রহ. ফ্যান পেইজ' নামের একটি ফেসবুক পেজে ২০১৫ সালের ১৭ জুন প্রকাশিত একটি পোস্টে খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, "ফিরে এলো সেই বেদনাদায়ক ১৮ই জুন। ২০১০ সালের এই দিনেই লাখো ভক্তদেরকে কাঁদিয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনার মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন ইসলামী সঙ্গীত সম্রাট আঈনুদ্দীন আল আজাদ।" অর্থ্যাৎ ২০১০ সালের ১৭ জুন এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন সঙ্গীতশিল্পী আইনুদ্দিন আল আজাদ। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

এতে প্রতীয়মান হয় আলোচ্য ছবিটি সাম্প্রতিক নয়।

এদিকে, ২০১০ সালে ঘটা দুর্ঘটনাটির ব্যাপারে জানতে সার্চ করে ২০১০ সালের ১৯ জুন দৈনিক পত্রিকা কালের কণ্ঠে "সড়ক দুর্ঘটনায় ইসলামী সংগীতশিল্পী আইনুদ্দীন আজাদ নিহত" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, নাটোরে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন আইনুদ্দীন আল আজাদ। স্ক্রিনশট দেখুন--


এছাড়া সম্প্রতি আইনুদ্দিন আল আজাদের কবর ভেঙ্গে পড়া, তাঁর লাশ অক্ষত থাকা এবং আলোচ্য ছবিটির বিষয়ে জানতে কলরব শিল্পীগোষ্ঠী সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। প্রতিষ্ঠানটির বর্তমান নির্বাহী পরিচালক সাইয়েদ আহমেদের পক্ষ থেকে খবরটিকে ভুয়া হিসেবে জানানো হয়েছে।

অর্থ্যাৎ ২০১০ সালে সড়ক দুর্ঘটনায় ইসলামী সঙ্গীতশিল্পী আইনুদ্দিন আল আজাদের মৃত্যুর ১২ বছর পর, পুরোনো ছবি দিয়ে তাঁর মৃতদেহ অক্ষত থাকার সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories