সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে পোস্ট করে বলা হচ্ছে, ২০২৩ সালের আইপিএলে জাতীয় দলের ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব ডাক পেয়েছেন। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ৫ জানুয়ারি 'Sanarbangla Sports' নামে একটি ফেসবুক পেজ থেকে অখ্যাত নিউজ পোর্টালের একটি লিংক শেয়ার করে লেখা হয়, "অবশেষে এবারের আইপিএলে নতুন দল পেল আফিফ হোসেন ধ্রুব"। পোস্ট করা খবরটির লিংকের শিরোনামও হুবহু একইরকম। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ২০২৩ সালে অনুষ্ঠেয় আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) খেলোয়াড় বাছাইয়ের জন্য গতবছরের ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত নিলামে আইপিএলের এবারের খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান ও লিটন দাস কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন, তবে কোনো দলে ডাক পাননি আফিফ হোসেন ধ্রুব।
ফেসবুক পোস্টটির সাথে যুক্ত সংবাদটিতে ঢুকে দেখা যায়, "sanarbangla.com" নামে একটি অখ্যাত অনলাইন পোর্টালে "অবশেষে এবারের আইপিএলে নতুন দল পেল আফিফ হোসেন ধ্রুব" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে ঢুকে দেখা যায়, মূল খবরের সাথে শিরোনামের কোনো মিল নেই বরং প্রতিবেদনে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে, "সবশেষে অবিক্রিতই থেকেছেন তাসকিন ও আফিফ।" স্ক্রিনশট দেখুন--
কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক আজকের পত্রিকার অনলাইন পোর্টালে "আইপিএলে দল পেলেন সাকিব-লিটন" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, কোচিতে হওয়া আইপিএলের মিনি নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কেবল সাকিব এবং লিটন কলকাতা নাইট রাইডার্সে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। স্ক্রিনশট দেখুন--
এদিকে চলতি বছরে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের ওয়েবসাইটে গিয়ে এবারের আইপিএলের নিলামে অবিক্রিত ক্রিকেটারদের তালিকায় আফিফ হোসেনের নাম খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
তবে অনুসন্ধানে দেখা যায় ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত এলপিএলে (লঙ্কান প্রিমিয়ার লিগ) আফিফ হোসেন ধ্রুব অংশগ্রহণ করেছিলেন।
সুতরাং বাংলাদেশি ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব এবারের আইপিএলে খেলার জন্য ডাক পেয়েছেন বলে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।