HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শেখ হাসিনাকে দেশে ফেরানোর হুশিয়ারি দেননি অভিনেতা ডিপজল

বুম বাংলাদেশ দেখেছে, ২০২৩ সালে নির্বাচন নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলার একটি ভিডিওকে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 1 March 2025 3:08 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বাংলা চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের গণমাধ্যমের সামনে বক্তব্য রাখার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য হুঁশিয়ারি দিয়েছেন ডিপজল। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ২৩ ফেব্রুয়ারি 'হাসান মিডিয়া' নামে একটি ফেসবুক পেজে বাংলা চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের গণমাধ্যমের সামনে বক্তব্য রাখার একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "শেখ হাসিনাকে দেশে আনার জন্য ডিপজলের কড়া হুসিয়ারি | Sheikh Hasina"। ভিডিওটিতে ডিপজলকে বলতে শোনা যায়, "এই যে এসব গণ্ডগোল-টণ্ডগোল না হওয়াই ভালো। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ যে কয়টা দল আছে, সবাই যদি ঘরোয়া একটা টেবিলে বসে, অটো ঠিক, হয়ে যায়"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। সম্প্রতি শেখ হাসিনাকে দেশে ফেরানোর হুঁশিয়ারি দেননি অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ২০২৩ সালে নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাব্যতা নিয়ে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখেন ডিপজল। সেই বক্তব্যকে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।

আলোচ্য ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানতে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩০ অক্টোবর "আসন্ন নির্বাচনে কোন দলের প্রার্থী হবেন ডিপজল? | Dipjol | National Election | BD Politics | Somoy TV" শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনের ১ মিনিট ৮ সেকেন্ডে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিপজলকে বলতে দেখা যায়, "এই যে এসব গণ্ডগোল-টণ্ডগোল না হওয়াই ভালো।" পরবর্তীতে ২ মিনিট ৬ সেকেন্ডে বলতে শোনা যায়, "দেশের যদি আমরা আমরা বসি, যেকোনো দল, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ যে কয়টা দল আছে, সবাই যদি ঘরোয়া একটা টেবিলে বসে, অটো ঠিক হয়ে যায়। ঠিক না হওয়ার কোনো কারণ নেই।" ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


এছাড়াও বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করেও মনোয়ার হোসেন ডিপজলের শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্যে হুঁশিয়ারি প্রদানের কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কোনো হুঁশিয়ারিমূলক কথা বলেননি। ২০২৩ সালের অক্টোবর মাসে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না-এরকম প্রশ্নের উত্তরে দেওয়া তার বক্তব্যকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হচ্ছে।

সুতরাং অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হুঁশিয়ারি দিয়েছেন বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories