সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, দৈনিক পত্রিকা প্রথম আলোর সূত্রে জানা গেছে, পুলিশ সদস্যদের সবাই কাজে যোগদান করেননি কারণ তারা ভারতীয়। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
১৪ মিনিট আগে (২০ আগস্ট) 'JV Jahangir' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "সকল পুলিশ কাজে যোগদান করেননি, কারন তারা ভারতীয়। সূত্রঃ প্রথম আলো।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য পোস্টের তথ্য সম্বলিত কোনো সংবাদ প্রচার করেনি বলে নিজেদের ভেরিফায়েড ও অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে নিশ্চিত করেছে প্রথম আলো।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য বক্তব্য সম্বলিত কোনো সংবাদ প্রথম আলো বা অন্য কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক একাউন্টে ৫ ঘন্টা আগে (২০ আগস্ট) করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টে আলোচ্য পোস্টের তথ্য প্রথম আলোর প্রচারিত বা প্রকাশিত নয় বলে জানানো হয়েছে। প্রথম আলোর ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ প্রথম আলোর বরাতে প্রচারিত আলোচ্য তথ্যটি সঠিক নয়।
সুতরাং প্রথম আলোর বরাতে বাংলাদেশের পুলিশ সদস্যদের নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।