সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, ইসরায়েলের উপর পাথর ফেলতেছে আবাবিল পাখি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৬ সেপ্টেম্বর 'Rafi Khan Rafi' নামের অ্যাকাউন্ট থেকে (রিলস) ভিডিওটি পোস্ট করে বলা হয়, "ইজরাইলের উপর পাথর ফেলছে আবাবিল পাখি ....."। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয় বরং ইরানের পরিচালক মাজিদ মাজিদি নির্মিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর উপরে তৈরি 'Muhammad: The Messenger of God' সিনেমার দৃশ্য।
সংশ্লিষ্ট কিছু কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে আলোচ্য ক্লিপটি সহ একটি ইউটিউব ভিডিও ও সিনেমার ডাটাবেজ 'আইএমডিবি'তে 'Muhammad: The Messenger of God' নামের একটি সিনেমার তথ্য পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
সার্চে পাওয়া সিনেমার দৃশ্য হিসেবে উল্লিখিত দীর্ঘ সংস্করণের মূল ইউটিউব ভিডিওতে আলোচ্য প্রচারিত ভিডিওটি পাওয়া যায় (৪:২০ মিনিট থেকে)। এছাড়াও আইএমডিবি'তে পাওয়া 'Muhammad: The Messenger of God' নামের সিনেমাটির প্লট বা কাহিনি অংশে 'Millions of small birds then release a hail of stones onto Abraha's forces and the army is annihilated' তথা 'লক্ষ লক্ষ ছোট পাখি তখন আবরাহার বাহিনীর উপর পাথরের শিলাবৃষ্টি দেয় এবং তাদের বাহিনীকে ধ্বংস করে দেয়' বলে উল্লেখ করা হয়। ইউটিউব ভিডিওটির প্রিভিউ দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে ইউটিউবে 'Muhammad: The Messenger of God' সম্পূর্ণ সিনেমাটি পাওয়া যায়। 'আইএমডিবি'তে উল্লিখিত সিনেমাটির ট্রেইলারের দৃশ্যের সাথে এই ইউটিউব ভিডিওটির (সিনেমাটির) মিল পাওয়া যায়। সম্পূর্ণ সিনেমার ভিডিওটির ৩০:০৪ মিনিট থেকে আলোচ্য প্রচারিত ভিডিওটি দেখতে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি ইসরায়েলে আবাবিল পাখির পাথর নিক্ষেপের নয় বরং ইরানের পরিচালক মাজিদ মাজিদি এর 'Muhammad: The Messenger of God' সিনেমার দৃশ্য।
সুতরাং সামাজিক মাধ্যমে সিনেমার দৃশ্য বাস্তব ঘটনার ভিডিও হিসেবে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।