সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের একটি ভিডিও পোস্ট করা হচ্ছে, যেখানে তিনি বলেছেন একজন ভাল সিইও বা ফাউন্ডার হওয়ার জন্য কী কী করা প্রয়োজন। এমন একটি ভিডিও দেখুন এখানে।
গত ১৬ সেপ্টেম্বর "DIUians" নামক ফেসবুক পেজ থেকে "Okay?" ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে আয়মান সাদিক ইংরেজিতে বলছেন "যদি আপনি ফাউন্ডার বা সিইও হন তাহলে আপনার কাজ হলো তিনটি (ভালো সিইও হওয়ার প্রসেস)। প্রথমত, একজন সুন্দরী মেয়ে হায়ার করো। দ্বিতীয়ত, তাকে (মনকে) জয় করো এবং তৃতীয়ত, তাকে বিয়ে করো। এই তিনটি কাজ যদি প্রোপারলি করতে পারো তাহলে তুমি ভালো ফাউন্ডার এবং সিইও।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওটি এডিট করে বিকৃত করা। অরিজিনাল ভিডিওটির অডিও এবং সাবটাইটেল পরিবর্তন করে ফেসবুকের আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "2 Cents Podcast" নামের একটি ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিও সেকশনে গত ১৩ সেপ্টেম্বর "How to be a good founder or CEO" শিরোনামে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যেখানে আয়মান সাদিককে একজন ভাল ফাউন্ডার হওয়ার জন্য আলোচ্য দাবি থেকে ভিন্ন তিনটি পদ্ধতির কথা বলতে শোনা যায়। শর্টস পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এর সূত্র ধরে সার্চ করে পরবর্তীতে "2 Cents Podcast" নামের ওই ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনে শর্টস ভিডিওটির একটি দীর্ঘ ভার্সন বা পূর্ণাঙ্গ ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ২৭.৪৩ মিনিট থেকে ২৮.৮ মিনিট পর্যন্ত সময়ের ভিডিও নিয়ে শর্টস-এ আপলোড করা হয়েছে। পূর্ণাঙ্গ ভিডিওটি দেখুন--
অর্থাৎ ইউটিউবের একটি শর্টস ভিডিও এডিটের মাধ্যমে এর অডিও ও সাবটাইটেল পরিবর্তন করে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।
সুতরাং আয়মান সাদিকের আলোচনার একটি ভিডিও ক্লিপকে এডিট করে বিকৃতভাবে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।