HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

খালেদা জিয়ার এই ছবিটি এডিট করা

কানাডার একটি গণমাধ্যমে প্রকৃত ছবিটি খুঁজে পেয়েছে বুম বাংলাদেশ, যেটি এডিট করে খালেদা জিয়ার বলে দাবি করা হচ্ছে।

By - Minhaj Aman | 21 Dec 2021 2:55 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে খালেদা জিয়ার অসুস্থতা সংক্রান্ত খবর প্রচার করা হচ্ছে। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে

গত ১৯ ডিসেম্বর 'Sharif Muhammad Abdullah' নামের ফেসবুক আইডি থেকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অসুস্থ এক নারীর ছবি পোস্ট করে বলা হয়, 'আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এই করুন অবস্থা দেখে খুবই দুঃখ হয়। এই অবস্থায় সরকার তাঁকে চিকিত্সা করতে বিদেশ নিতে দিচ্ছে না।' অর্থাৎ দাবি করা হচ্ছে ছবিটি খালেদা জিয়ার। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--


এছাড়া একই ছবিসহ এরকম আরো একটি পোস্ট দেখুন এখানে–


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এই ছবিটি এডিট করা। রিভার্স ইমেজ সার্চিং টুল ব্যবহার করে আসল ছবিটি কানাডার একটি সংবাদমাধ্যমে পাওয়া গেছে। ২০১৪ সালের ১৯ অক্টোবর 'Elderly woman found filthy and emaciated, court hears' শিরোনামে একটি খবর প্রকাশিত হয় কানাডার 'টরোন্টো সান' পত্রিকায়। দেখুন--


এ খবরটিতে বলা হয়, টরোন্টো এর ওরেলিয়া শহরে 'ভিওলা সিমনস' নামের একজন ৭৬ বছর বয়সী বৃদ্ধাকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। সেই ঘটনায় তাঁর কন্যা এবং কন্যার স্বামীকে বিচারের মুখোমুখি করা হয়েছিল। ২০১৫ সালে টরোন্টো সান এর আরেকটি প্রতিবেদনেও ছবিটি ব্যবহার করা হয়েছে। দেখুন--


পড়ুন এখানে। 

দেখুন আসল ও ভাইরাল ছবি দুটির পাশাপাশি তুলনা--


উভয় ছবিতে বালিশের ট্যাগ, বিছানার হাতলের তার এবং হাতের স্টিকার পুরোপুরি মিলে যাচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে, বিছানার চাদর এবং পরিহিত জামা হুবহু একই। মূলত আসল ছবিটিতে খালেদা জিয়ার চেহারার ছবি এডিট করে বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে। এছাড়া আসল ছবিটিতে একটি পুতুল থাকলেও খালেদা জিয়ার ছবিতে সেটি সরিয়ে দেয়া হয়েছে।

তবে টরোন্টো সান পত্রিকায় প্রকাশিত ছবিটি ঠিক কবে তোলা হয়েছে বা এর ফটোগ্রাফারের বিষয়ে কোনো তথ্য সেই প্রতিবেদনে পাওয়া যায়নি। ছবির বিস্তারিত জানতে সেই প্রতিবেদনের প্রতিবেদক(Tracy McLaughlin) ইমেইল পাঠানো হলেও এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

উল্লেখ্য, ৭৬ বছর বয়সী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর চিকিৎসকেরা জানান, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। তাঁর পরিপাকতন্ত্রে একাধিকবার রক্তক্ষরণ হয়েছে। তাঁর চিকিৎসার জন্য গঠিত হাসপাতালের মেডিকেল বোর্ড অবিলম্বে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার সুপারিশ করেছে। দেখুন খালেদা জিয়া সংক্রান্ত এই প্রতিবেদনটি এখানে

অর্থাৎ ২০১৪ সালের কানাডার একজন অসুস্থ বৃদ্ধার ছবিকে এডিট করে খালেদা জিয়ার বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories