HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মিয়ানমারে করোনায় মৃতদের ছবিকে খুলনার বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি মিয়ানমারের থাই সীমান্তবর্তী মাইওয়াদি শহরের একটি হাসপাতালের, খুলনার বলা বিভ্রান্তিকর।

By - Minhaj Aman | 17 July 2021 1:59 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে পলিথিনে মোড়ানো সারিবদ্ধ লাশ দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে, এই ছবিটি বাংলাদেশের খুলনার। এরকম কয়েকটি পোস্ট এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

আজ ১৭ জুলাই 'Voice Of Chittagong - ভয়েস অফ চিটাগং' নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা এক ছবিতে দেখা যাচ্ছে, একটি কক্ষে বেশ কিছু লাশ পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা এবং পাশেই পিপিই পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ওই পোস্টে বলা হয়, এটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃতদের ছবি। দেখুন পোস্টটির স্ক্রিনশট--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ অনুসন্ধান করে দেখেছে, ছবিটি বাংলাদেশের নয়। রিভার্স সার্চ ইঞ্জিন ব্যবহার করে দেখা গেছে, ছবিটি গত দুইদিন ধরে টুইটার ও ফেসবুকে বিভিন্ন সময়ে পোস্ট করা হচ্ছে। তন্মধ্যে মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম 'Khit Thit' এর ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১৫ জুলাই আলোচ্য ছবিটিসহ দুটি ছবি পোস্ট করা হয়, যার একটি বাংলাদেশের বলে ভাইরাল করা হয়েছে। গণমাধ্যমটির ওই ফেসবুক পোস্টে বার্মিজ লেখার অনুবাদ থেকে জানা যায়, মিয়ানমারের কারেন রাজ্যের থাই সীমান্তবর্তী মাইওয়াদি শহরে গত ১৫ জুলাই করোনায় ২২ জনের মৃত্যু হয়েছে। ছবিটি স্থানীয় মাইওয়াদি হাসপাতালের মর্গের হিমঘর থেকে তোলা হয়েছে বলেও উল্লেখ করা হয়। মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে ১৫ জুলাই খবরটি প্রকাশ করার কথা ওই পোস্টের শুরুতে বলা হয়েছে। দেখুন সেই সংবাদমাধ্যমের ফেসবুক পোস্টটি--


ছবিসহ খবরটির দেখুন এখানে। 

বাংলাদেশে ভাইরাল ছবিটি ছাড়া ওই পোস্টের দ্বিতীয় ছবিটি দেখুন এখানে--


এছাড়া একই গণমাধ্যমের টুইটার হ্যান্ডেলেও এই খবরটি প্রকাশ করা হয়। সেখানেও ছবিটির বিষয়ে একই কথা বলা হয়েছে। দেখুন সেই টুইটার হ্যান্ডেলটি--

এদিকে মিয়ানমারভিত্তিক 'স্বেচ্ছাসেবী ফ্যাক্টচেকার' পরিচয় দেয়া 'NwayOo' নামের এক ব্যক্তির টুইটার হ্যান্ডেলেও ছবি দুটি পাওয়া গেছে। ইংরেজি ক্যাপশনে তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃতদের ছবি হিসেবে ছবি দুটি তার নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন। দেখুন সেই টুইটার হ্যান্ডেল--

অর্থাৎ মিয়ানমারের একটি হাসপাতালের হিমঘরে রাখা করোনায় মৃত ব্যক্তিদের ছবিকে বাংলাদেশের খুলনার বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories