HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

এডিট করা ছবি নিয়ে বিভ্রান্তি

কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দেয়াল লিখনের ছবিকে এডিট করে ছড়ানো হয়েছে।

By - BOOM FACT Check Team | 24 Jan 2021 4:45 PM IST

ফেসবুকে একটি ছবি ছড়িয়েছে যেটিতে দেখা যাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সৌজন্যে একটি দেয়াল লিখনে লেখা রয়েছে, "যে মাদক অফার করে না, সে কখনো বন্ধু হতে পারে না"। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

মায়াবী বাংলাদেশ / Mayabi Bangladesh নামের গ্রুপে Aronno Nazir আইডি থেকে একটি ছবি পোস্ট করা হয়। ছবিটিতে দেয়ালে লেখা, "যে মাদক অফার করেনা, সে বন্ধু হতে পারেনা"। দেয়াল-লিখনের নিচে রয়েছে, "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া"। পোস্টটির স্ক্রিনশট--

এরকম আরও অসংখ্য ফেসবুক পেইজ ও গ্রুপে ছবিটি পোস্ট করা হয়েছে। ফেসবুক ব্যবহারকারীদের অনেকে ছবিটিকে হাস্যরসাত্মকভাবে নিলেও ব্যতিক্রমও দেখা গেছে। কেউ কেউ ছবিটিকে 'সত্যি' ধরে নিয়ে সরকারি কর্তৃপক্ষের এমন 'দেয়াল লিখনের নিন্দা' জানিয়েছেন। তেমন স্ক্রিনশট দেখুন-

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দেয়াল-লিখনের ছবিটি এডিট করা।

প্রথমত, ভাইরাল হওয়া ছবিটির আরেকটি ভার্সন ফেসবুকে দেখা যাচ্ছে, যেখানে একেবারেই বিপরীত বক্তব্য লেখা। ছবিটির লেখার ধরণ, দেয়ালটির রঙ এবং নিচের ঘাসগুলো ভাইরাল হওয়া ছবিটির সাথে হুবহু মিলে যাচ্ছে। এই ছবিটির দেয়াল-লিখনে বলা হচ্ছে, "যে মাদক অফার করে, সে তোমার বন্ধু নয়" এবং সেটিও একই 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া' সৌজন্যে লিখিত।

দেখুন এমন একটি পোস্ট--

Posted by 14AGAIN on Tuesday, 19 January 2021

আরও ছবি দেখুন-

এছাড়া একই শ্লোগানের আরেকটি ভার্সন দেখা যাচ্ছে যা কুষ্টিয়ারই অন্য একটি দেয়ালে। দেখুন নিচের পোস্ট--

Posted by Rakib Hossain on Saturday, 23 January 2021

এরবাইরেও বিভিন্ন সময়ে মাদকের বিরুদ্ধে প্রচারণায় একই স্লোগান সম্বলিত দেয়াল লিখন বিভিন্ন জেলায় দেখা গেছে। এমন দুটি ছবি নিচে দেয়া হলো যেগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারি এবং ঠাকুরগাঁয়ে সচেতনতা কর্মসূচিতে লেখা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সহকারী পরিচালক শহীদুল মান্নাফ কবির তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে জানান, ছবিটি এডিট করা এবং গত ৩ বছরে তারা নতুন কোনো মাদকবিরোধী দেয়াল লিখনের উদ্যোগ নেয়নি তাদের অধিদপ্তর। 

জনাব শহীদুল মান্নাফ কবির বুম বাংলাদেশ-কেও একই কথা জানিয়েছেন।

অর্থাৎ মাদকদ্রব্য বিরোধী প্রচারণার অংশ হিসেবে একটি পুরান দেয়াল লিখনের ছবিতে বাড়তি "না" এডিট করে বসিয়ে ব্যাঙ্গ করা হয়েছে যার মাধ্যমে অনেকে বিভ্রান্তিকর শিকার হচ্ছেন। 

Tags:

Related Stories