ফেসবুকে একাধিক পোস্টে দাবি করা হয় সৌদি আরবে চিরতরে সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
'ভিপি নুরুল হক নুর ফ্যান' ক্লাব নামের গ্রুপে গত ২১ তারিখ একটি পোস্ট করা হয় যেখানে প্রবাসি টিভি নামক একটি পেইজের বরাতে দাবি করা হয়, সৌদি আরবের সিনেমা হলগুলো একেবারে বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। দেখুন--
ফ্যাক্টচেক:
বুম বাংলাদেশ যাচাই করে এ ধরণের কোনো খবর খুজে পায়নি। প্রথমত 'প্রবাসী টিভি' নামক পেইজটিতে এরকম কোনো দাবি খুঁজে পাওয়া যায়নি।
মূলত সৌদি আরবে করোনাকালীন সময়ে একাধিকবার সিনেমা হলগুলোকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। যেমন গত বছরের মার্চের ১১ তারিখে প্রকাশিত আল-আরাবিয়ার খবর দেখুন নিচে-
পরবর্তীতে সে বছরেরই জুনের দিকে সিনেমা হলগুলো পুনরায় খুলে দেয়া হয়। সৌদি-ভিত্তিক একাধিক সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়। ২৩ জুন ২০২০ এ প্রকাশিত এমন একটি খবর দেখুন--
একইভাবে এই বছরের ফেব্রুয়ারি মাসেও করোনার সংক্রমণ ঠেকাতে রেস্টুরেন্টে খাওয়াদাওয়া, সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং সিনেমা প্রদর্শন নির্দিষ্ট কিছুদিন বন্ধ রেখেছিল সৌদি সরকার।
তবে সেই নিষেধাজ্ঞাও আবার মার্চের দিকে তুলে নেয় সৌদি আরব। দেখুন--
সুতরাং করোনা মহামারীতে সৌদি আরবে একাধিকবার সিনেমা হল সাময়িক সময়ের জন্যে বন্ধের কথা বলা হলেও চিরতরে বন্ধ করার ঘোষণার খবর কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
সুতরাং সৌদি আরবের সিনেমা হলগুলোর চিরতরে বন্ধ হয়ে যাওয়ার দাবিটি ভিত্তিহীন।